For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস নিয়ন্ত্রণ হারানোয় ভয়াবহ দুর্ঘটনা পহেলগাঁওতে! কমপক্ষে ৬ ITBP জওয়ানের মৃত্যু, হতাহত বহু

জম্মু ও কাশ্মীরের (jammu and kashmir) পহেলগাঁওতে (Pahalgam ) নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা। বাস দিয়ে পড়ে নদীতে। বাসটিতে আইটিবিপির (itbp) ৩৭ জন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ জন জওয়ান ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের (jammu and kashmir) পহেলগাঁওতে (Pahalgam ) নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা। বাস দিয়ে পড়ে নদীতে। বাসটিতে আইটিবিপির (itbp) ৩৭ জন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ২ জন জওয়ান ছিলেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জওয়ানের মৃত্যু খবর পাওয়া গিয়েছে বলে, বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

অমরনাথের ডিউটি থেকে ফিরছিলেন

অমরনাথের ডিউটি থেকে ফিরছিলেন

জানা গিয়েছে, জওয়ানরা চন্দনওয়ারি থেকে পহেলগাঁও যাচ্ছিলেন। অমরনাথ যাত্রায় নিরাপত্তার জন্য এইসব জওয়ানদের মোতায়েন করা হয়েছিল।

৬ জনের মৃত্যু, আহত ৩৩

৬ জনের মৃত্যু, আহত ৩৩

পহেলগাঁওয়ের ফ্রিসলানে বাসটি রাস্তার ধারে নদীতে উল্টে গিয়ে পড়ে। আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছয় আইটিবিপি জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৩৩ জন জওয়ানের মধ্যে বেশ কয়েকজনেরঅবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এয়ার লিফ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীনগরে

কাশ্মীর জোন পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে গুরুতর আহত জওয়ানদের চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্রেক ফেল করে দুর্ঘটনা

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্রেক ফেল করেই এই দুর্ঘটনাটি ঘটে। তবে এব্যাপারে আরও তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে আইটিবিপি এবং কাশ্মীর জোন পুলিশের তরফে।

সায়গল হোসেন শুধুমাত্র দেহরক্ষীই! চার্জশিটে নাম থাকলেও তদন্তে সিবিআইকে 'অসহযোগিতা' আত্মবিশ্বাসী অনুব্রতরসায়গল হোসেন শুধুমাত্র দেহরক্ষীই! চার্জশিটে নাম থাকলেও তদন্তে সিবিআইকে 'অসহযোগিতা' আত্মবিশ্বাসী অনুব্রতর

English summary
Bus carrying 37 ITBP personnel and two J&K Police personnel falls into riverbed in Pahalgam after its brakes reportedly failed, casualties feared
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X