For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রহস্যময় বুরারি পরিবারের পোষ্য কুকুরের আকস্মিক মৃত্যু, কীভাবে ঘটল এই ঘটনা

দিল্লির বুরারি পরিবারের ১১ সদস্যের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই তা নিয়ে ক্রমেই দানা বাঁধতে শুরু করে রহস্য। আর এরই মধ্যে খবর মিলল পরিবারের পোষ্য কুকুরটির মৃত্যুর।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির বুরারি পরিবারের ১১ সদস্যের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই তা নিয়ে ক্রমেই দানা বাঁধতে শুরু করে রহস্য। ১ লা জুলাইয়ের সেই ঘটনার শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবারের আত্মীয়রা। আর এরই মধ্যে খবর মিলল পরিবারের পোষ্য কুকুরটির মৃত্যুর। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সে।

রহস্যময় বুরারি পরিবারের পোষ্য কুকুরের আকস্মিক মৃত্যু, কীভাবে ঘটল এই ঘটনা

বাড়ির ১১ জন সদস্যের মৃতদেহ যেদিন বার করে নিয়ে যাচ্ছিল পুলিশ, সেদিন ছাদের ধারে চেন বাঁধা অবস্থায় কুকুরটিকে উদ্ধার করে পুলিশ। বাড়ির সদস্যদের প্রিয় পোষ্য টমি নামেক ওই কুকুরটি ঘটনার সময় ছাদে চেনবন্দী ছিল বলে অনুমান পুলিশের। সেদিনই তাকে অ্যানিমেল হোম-এ পাঠিয়ে দেওয়া হয়। গায়ে সেদিন খুব জ্বর ছিল টমির। এরপর থেকে টমির ঠিকানা ছিল নয়ডার স্ট্রে অ্যানিম্যাল হোম। ইন্ডিয়ান পিট-বুল মিক্স প্রজাতির এই ৬ বছরের কুকুরটির যত্ন নেওয়া শুরু হয় সেখানে।

তবে হোম-এর সকলের চোখে পড়ে টমি ধীরে ধীরে অবসাদে চলে যায়। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন হোম-এর সকলে মিলে। সেই আদর যত্নে সাড়াও দিচ্ছিল টমি, তবে শেষ রক্ষা হয়নি। রবিবার বিকেলে আচমকা হৃদরোগে মারা যায় সে। আর টমির মৃত্যুর সঙ্গে সঙ্গে রহস্যময় বুরারি পরিবারের আরও এক অংশের চিহ্ন মুছে গেল। উল্লেখ্য, ১ জুলাই বুরারি পরিবারের ১১ জন সদস্যের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সদস্যদের অনেকের দেহই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। কোনও আধ্যাত্মিক তথা তন্ত্র বিষয়ক কোনও ঘটনার জেরেই এই কাণ্ড ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

English summary
The pet dog of the family whose 11 members were found dead at their residence in north Delhi’s Burari on July 1 in what appeared to be a case of mass suicide, died of a heart attack at his newfound home in Noida on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X