For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য বুলেটপ্রুফ বাথরুম

কড়া নিরাপত্তায় মুড়ে রাখা একটি বাড়ি রয়েছে, কিন্তু জেড প্লাস নিরাপত্তা পাওয়া তেলাঙ্গানার মুখ্যন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য তা যথেষ্ট নয়। তাই এবার নিজের জন্য বুলেটপ্রুফ বাথরুম বানালেন তিনি।

Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ২৩ নভেম্বর : সশস্ত্র নিরাপত্তাকর্মী, মাইনপ্রুফ গাড়ি আর কড়া নিরাপত্তায় মুড়ে রাখা একটি বাড়ি রয়েছে, কিন্তু জেড প্লাস নিরাপত্তা পাওয়া তেলাঙ্গানার মুখ্যন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য তা যথেষ্ট নয়। তাই এবার নিজের জন্য বুলেটপ্রুফ বাথরুম বানালেন তিনি।

বেগমপেটে নতুন রাজপ্রাসাদের সমতুল বিশাল বাড়ি বানিয়েছেন রাও। এই আধুনিক সুরক্ষিত বাথরুমটি এই বাড়িতেই বানানো হয়েছে। প্রায় ১ লক্ষ বর্গফুট এলাকা নিয়ে এই বাড়ি তৈরি হয়েছে। [সবচেয়ে দুর্গন্ধযুক্ত 'পাবলিক টয়লেট' : সারা দেশে 'ফার্স্ট বয়' কলকাতা]

তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জন্য বুলেটপ্রুফ বাথরুম

বাড়ির প্রত্যেকটি জানলায় বুলেটপ্রুফ কাঁচ, লাগানো রয়েছে এই বাড়িতে। বাড়ির দুটি বাথরুম একটি মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ও অন্যটি তাঁর ছেলে কেটিআর-এর জন্য। এই দুটি বাথরুমেও উন্নত মানের বুলেটপ্রুফ কাঁচ লাগানো হয়েছে। এর পিছনে খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা।

সম্ভবত আগামী বৃহস্পতিবার নিজের নতুন বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন কেসিআর। এই বাড়িতে ২৪X৭ ৫০ জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। এর মধ্যে একটা বড় অংশের কাছে উন্নত অস্ত্র থাকবে এবং কয়েকজন ইন্টালিজেন্স সিকিউরিটি উইং বা আইএসডব্লুর কর্মী। এই বাড়ির ভিতরে ঢুকতে গেলে যতই পরিচিত হোক না কেন ফোন, ঘড়ি এবং অন্যান্য ধাতব যাবতীয় জিনিস বাইরে নিরাপত্তাকর্মীদের কাছে রেখে ঢুকতে হবে। [বাথরুমে বসে যৌনাঙ্গে ১০ ফুট পাইথনের কামড় খেলেন এক ব্যক্তি]

তেলেঙ্গানার এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, "মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া যাবে না। সব ধরণের সম্ভাব্য হামলার জন্য তৈরি থাকতে হবে। এই বাড়িটিই সরকারি বাংলো হতে চলেছে, তাই নিরাপত্তার কারণে অতিরিক্ত টাকা খরচ করা হয়েছে।"

English summary
Bulletproof bathroom for Telangana CM K Chandrasekhar Rao
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X