For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলেট ট্রেনে কলকাতা থেকে দিল্লি পৌঁছনো যাবে ৫ ঘণ্টারও কম সময়ে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ জুন : সংষ্কৃতির রাজধানী কলকাতা দেশের রাজধানী দিল্লিতে এবার পৌঁছে যেতেই পারেন মাত্র ৫ ঘণ্টারও কম সময়ে। এমনই এক প্রস্তাবনা নিয়ে পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে ভারতীয় রেল সূত্রে।

এবার আপনার নামে কাটা টিকিটে ট্রেনে সফর করতে পারবেন পরিবারের অন্য সদস্যরা

'১৩৯' ডায়াল করে এবার বাতিল করুন ট্রেনের 'কনফার্ম' টিকিট

আপাতত বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। কলকাতা-দিল্লির মধ্যের ১৫১৩ কিলোমিটার দূরত্বের করিডোরে এই বুলেট ট্রেন চালানো যায় কিনা সেই নিয়েই পরীক্ষা চলছে বলে জানা গিয়েছে। প্রকল্পটির খরচ ৮৪ হাজার কোটি টাকার মতো পড়বে বলে রেল সূত্রে খবর।

বুলেট ট্রেনে কলকাতা-দিল্লি পৌঁছনো যাবে ৫ ঘণ্টারও কম সময়ে!

এই প্রস্তাবনাটি আসলে এনডিএ সরকারে স্বপ্নের প্রকল্প যার পোশাকি নাম 'ডায়মন্ড কোয়াড্রিল্য়াটেরাল'। এর মাধ্যমে দেশের চারটি প্রধান মেট্রো শহরকে হাই স্পিড রেল নেটওয়ার্কের মাধ্যমে জোড়ার ভাবনা রয়েছে।

একনজরে #RailBudget2016

জানা গিয়েছে, এক স্পেনীয় ফার্মকে এই প্রস্তাবনা ও এর সম্ভাব্যতা নিয়ে রিপোর্ট দিতে বলেছিল রেল দফতর। সেই রিপোর্ট অনুযায়ী কলকাতা-দিল্লি রুটে বুলেট ট্রেনের সময়সীমা লাগবে ৪ ঘণ্টা ৫৬ মিনিট। সেখানে সবচেয়ে দ্রুতগতির রাজধানীর সময়সীমা লাগে ১৭ ঘণ্টা।

তৎকাল টিকিটের ভাড়া বাড়াল রেল

এই ট্রেনের রুটে মোট ১২টি শহর পড়বে। যার মধ্যে রয়েছে আগ্রা, লখনৌ, বারাণসী, পাটনার মতো শহর। দিল্লি থেকে বুলেট ট্রেনে লখনৌ পৌঁছনো যাবে মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটে, বারাণসী পৌঁছনো যাবে মাত্র ২ ঘণ্টা ৪৫ মিনিটে। এই বছরের শেষেই কলকাতা-দিল্লি বুলেট ট্রেনের এই প্রকল্প রিপোর্টটি জমা পড়বে কেন্দ্রের কাছে। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

কলকাতা-দিল্লি ছাড়াও দিল্লি-মুম্বই, মুম্বই-চেন্নাই রুটের রিপোর্ট তৈরি হয়েছে। এছাড়া কলকাতা-চেন্নাই রুটের বুলেট ট্রেন চালানো সংক্রান্ত রিপোর্ট তৈরি করা এখনও বাকী রয়েছে।

English summary
Bullet train to reduce Delhi-Kolkata travel time to five hours: Feasibility study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X