For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের মতোই অবস্থা হবে বুলেট ট্রেনের, সমালোচনায় মুখর চিদাম্বরম

রেলমন্ত্রী বরং বুলেট ট্রেনের জন্য নির্ধারিত ১ লক্ষ কোটি টাকা রেলের সুরক্ষায় বিনিয়োগ করুন, এমনই পরামর্শ দিয়েছেন পি চিদাম্বরম।

  • |
Google Oneindia Bengali News

নোট বাতিলের মতোই ভয়ঙ্কর সিদ্ধান্ত হতে চলেছে এদেশে বুলেট ট্রেন চালানোর প্রস্তাব। এতে হিতে বিপরীত হতে পারে বলে অভিমত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। বুলেট ট্রেনের বদলে সেই টাকা রেলের উন্নতিতে খরচ করার সুপারিশ করেছেন পি চিদাম্বরম।

নোট বাতিলের মতোই অবস্থা হবে বুলেট ট্রেনের, মত চিদাম্বরমের

মুম্বইয়ে শুক্রবার এলফিনস্টোন স্টেশনে ২২ জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। এদিন আরও একজন আহতের মৃত্যুর খবর সামনে এসেছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২৩-এ পৌঁছেছে। তার পাশে বুলেট ট্রেনকে কোনওভাবেই মেনে নেওয়া যাচ্ছে না বলে বিরোধীরা সুর চড়িয়েছেন।

রেলমন্ত্রী বরং বুলেট ট্রেনের জন্য নির্ধারিত ১ লক্ষ কোটি টাকা রেলের সুরক্ষায় বিনিয়োগ করুন, এমনই পরামর্শ দিয়েছেন পি চিদাম্বরম। রেলের ট্র্যাক সারানো, সিগন্যাল ব্যবস্থা সারানো, সামগ্রিক পরিকাঠামো উন্নয়নই বুলেট ট্রেন চালানোর আগে লক্ষ্য হওয়া উচিত বলে চিদাম্বরম মনে করছেন।

প্রসঙ্গত, এই মাসেই জাপানের সাহায্য নিয়ে ভারতে বুলেট ট্রেন করিডোর তৈরি করার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভা্রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। মু্ম্বই থেকে আহমেদাবাদের মধ্যে চলবে এই ট্রেন। মাত্র ৫০০ কিমি যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা।

English summary
Bullet train project will be demonetisation-like move, says Congress leader P Chidambaram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X