For Quick Alerts
For Daily Alerts
বুলন্দশহর সংঘর্ষে পুলিশ কর্মীর মৃত্যুর পর বড় পদক্ষেপ যোগী-প্রশাসনের
কয়েকদিন আগেই গোরক্ষক ইস্যুতে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় উত্তর প্রদেশের বুলন্দশহর এলাকায়। পরিস্থিতি ক্রমেই প্রশাসনের হাতের বাইরে যেতে শুরু করে। শেষমেশ গুলি চলতে থাকে, আর সেই সময়ই গুলিবিদ্ধ হয় মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। সেই ঘটনার পর পুলিশের অন্দরমহলে 'বদলি' নীতি নিয়ে এগোচ্ছে যোগী সরকার।

সংঘর্ষের ঘটনায় পুলিশকর্মীর মৃত্যুর জেরে জেলার পুলিশ প্রধান কৃষ্ণ বাহাদুর শাহকে বদলি করা হয়েছে । তাঁকে ডিজিপি হেডকোয়ার্টারে বদলি করা হয়। তাঁর জায়গায় সীতাপুরের এসপি প্রভাকর চৌধুরিকে বুলন্দশহরের এসএশপি পদে নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, বুলন্দশহরে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্টও তুলেদেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে।