For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ দিল্লি নির্বাচনের আগে '৫ ট্রিলিয়ন অর্থনীতি' নিয়ে নির্মলার বাজেটকে কোন বার্তা অমিতের

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেটকে দরাজ সার্টিফিকেট দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু অমিত শাহই নন, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও নির্মলা সীতারমনের বাজেটের স্তূতি করেছেন । বিজেপি শিবিরের দাবি, এবারের বাজেটে বেকারত্বের সমস্যা যেমন কেটে যাবে তেমনই ব্যাঙ্কিং সেক্টেরর উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

অমিত শাহের বক্তব্য


' বাজেটে মোদী সরকার কর ব্যবস্থাকে আরও মজবুত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। এতে বিনিয়োগও বাড়বে। আর এর মাধ্যমেই মোদী সরকারের ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া যাবে। ' এমন বক্তব্যেই অমিত শাহ এদিন নির্মলা সীতারমনকে দরাজ সার্টিফিকেট দেন অমিত শাহ।

 রাজনাথ সিংয়ের বক্তব্য

রাজনাথ সিংয়ের বক্তব্য

রাজনাথ সিং এদিন মন্তব্য করতে গিয়ে বলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন তাতে চাকরি ক্ষেত্রে আরও বাড়বে সুযোগ। আর তার জেরেই অর্থনীনি মজবুত হবে বলে তিনি দাবি করেন।

দিল্লি নির্বাচনের আগে প্রাসঙ্গিক বাজেট

দিল্লি নির্বাচনের আগে প্রাসঙ্গিক বাজেট


প্রসঙ্গত, সামনেই দিল্লি নির্বাচন , তার আগে এই বাজেট কার্যত পাখির চোখ হয়ে ছিল বিজেপির কাছে। আর সেই প্রেক্ষাপটে এই বাজেটের সমালোচনা করে দিল্লির আপ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ' সৎ মায়ের মতো' নির্মলা সীতারমন দিল্লির প্রতি ব্যবহার করেছেন। মূলত,দিল্লির জন্য তিনি শুধুমাত্র দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে ও বায়দূষণ সম্পর্কিত কিছু ব্যবস্থার কথা বলেছেন। যা আসন্ন নির্বাচনের প্রচারে খুবই প্রাসঙ্গিক হবে বলে মনে করা হচ্ছে।

English summary
In budget, Modi govt has taken effective steps to rationalize tax system, boost basic infrastructure, strengthen banking system, promote investment & ease of doing business, which will further Modi govt’s resolve to make India a US$ 5 trillion economy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X