For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটের দিন ৩.৬ লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে দালাল স্ট্রিটে

বাজেট অধিবেশন চলাকালীনই প্রায় ১০০০ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার।

Google Oneindia Bengali News

বাজেট অধিবেশন চলাকালীনই প্রায় ১০০০ পয়েন্ট পড়েছে শেয়ার বাজার। সেদিন ৩.৬ লাখ কোটি টাকা লোকসান হয়েছে দালাল স্ট্রিেটর। নিফটিতেও বড় ধক্কা এসেছে। ২০০৮ সালের পর এই প্রথম এত বড় ধাক্কা খেল দালাল স্ট্রিট।

শেয়ার কেনাবেচায় ধাক্কা

শেয়ার কেনাবেচায় ধাক্কা

এই পরিণতির অন্যতম কারণ মোদীর বাজেটে কর প্রস্তাব। আয়করে নতুন ঘোষণা প্রভাব পড়েছে সঞ্চয়ে। যার জেরে শেয়ার কেনাবেচাতেও প্রভাব পড়েছে প্রত্যশক্ষভাবে। এমনই মনে করছেন অর্থনীতি বিদরা। কারণ একটি বড় অংশ সঞ্জয়ের জন্য শেয়ারে বিনিয়োগ পছন্দ করে থাকেন। বিশেষ করে ধনীরা শেয়ার কেনাকেই সঞ্চয়ের অন্যতম মাধ্যম বলে মনে করে থাকে। এর পাশাপাশি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোনও বিষয় বােজটের অন্তর্ভুক্ত করা হয়নি। এতেও শেয়ার কেনাবেচায় প্রভাব পড়েছে।

 আয়করে জটিলতা

আয়করে জটিলতা

আয়কর আরও জটিল হয়েছে। ছাড় পাওয়ার কোনও আকর্ষণীয় পন্থা দেখা যায়নি মোদীর বাজেটে। ৫ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড়ে কথা ঘোষণা করা হলেও নতুন পন্থায় কোনও করছাড় পাওয়া যাবে না বলে জানিয়েছে মোদী সরকার। কোন পথে আয়কর দেবেন মানুষ সেটা তাঁদের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। ফলে সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছে জনমানসে।

 জিডিপি লক্ষ্যমাত্রা কম

জিডিপি লক্ষ্যমাত্রা কম

জিডিপি লক্ষ্যমাত্রা কমিয়েছে সরকার। দেশের আর্থিক অবস্থা দিকে নজর রেখে জিডিপি বৃদ্ধির লক্ষ্য মাত্রা কমিেয়ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে বাজার চাঙ্গা হওয়ার তুলনায় আতঙ্কিত হয়েছে বেশি। যার জেরে ৩০টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানির শেয়ার পড়েছে।

English summary
Budget Day Dalal street lost 3.6 Lakh Cror
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X