For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম নগদ লেনদেনেও এবার বাধ্যতামূলক হতে চলেছে PAN কার্ড!

ডিজিটাল লেনদেনকে যাতে আরও উৎসাহ দেওয়া যায় সেজন্য বাজেটকে ব্যবহার করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। কম নগদ লেনদেন হলেও এরপরে প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ জানুয়ারি : সারা দেশে নগদ লেনদেন যাতে সময়ের সঙ্গে সঙ্গে একেবারে সীমিত হয়ে আসে সেজন্য সরকারি তরফে নানা উদ্যোগ নিয়ে আসা হয়েছে। গত এক-দেড় মাসে ক্যাশলেস অর্থব্যবস্থাকে বাড়িয়ে তুলতে নানা আকর্ষণীয় ঘোষণাও করেছে কেন্দ্র।[ভারত 'ক্যাশলেস' হবে, মানেন না খোদ দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কের প্রধান]

ডিজিটাল লেনদেনকে যাতে আরও উৎসাহ দেওয়া যায় সেজন্য বাজেটকে ব্যবহার করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। কম নগদ লেনদেন হলেও এরপরে প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী বাজেট অধিবেশনেই এই মর্মে নতুন নিয়ম পেশ হতে চলেছে।[নোট বাতিলের ২ মাস পরে চাঞ্চল্যকর বয়ান আরবিআইয়ের]

কম নগদ লেনদেনেও এবার বাধ্যতামূলক হতে চলেছে PAN কার্ড!

বর্তমানে ৫০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান নম্বর দেখানো বাধ্যতামূলক। তবে এবারের বাজেটে সেই অঙ্ক কমিয়ে ৩০ হাজারে নামিয়ে আনা হচ্ছে। এই অঙ্কের টাকা নগদে লেনদেন করতে হলেই প্যান নম্বরের উল্লেখ করতে হবে।[#Demonetisation এর পরে আয়কর ফাঁকি দেওয়া ৩-৪ লক্ষ কোটি টাকা জমা পড়েছে ব্যাঙ্কে]

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পদক্ষেপ করলে নগদ লেনদেনে অনেকেই সমস্যায় পড়বেন। এবং একপ্রকার বাধ্য হয়ে নগদহীন অর্থব্যবস্থার মধ্যে ঢুকে পড়বেন। যার ফলে কেন্দ্রের ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই তরান্বিত হবে।[ই-লেনদেন করে লাখপতি ৪৫ জন, এখনও রয়েছে টাকা জেতার সুযোগ]

ব্যবসায়িক ক্ষেত্রেও নগদ লেনদেনকে নিরুতসাহিত করার চেষ্টায় ঘুঁটি সাজাচ্ছে কেন্দ্র। এখন যেখানে ২ লক্ষ টাকার উপরে লেনদেনে প্যান দেখানো বাধ্যতামূলক সেখানে সেই অঙ্ক কমিয়ে দেওয়া হতে পারে। এমনকী ১ লক্ষ টাকার বেশি নগদে লেনদেনে কর বসানোর ভাবনাও রয়েছে কেন্দ্রের।

English summary
Budget could make PAN compulsory for cash deals as low as Rs 30,000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X