For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: বাজেটে কীভাবে এল হালুয়া ও বাহি খাতা? এখনই বা কী রীতি অনুসরণ করা হয়

কেন্দ্রীয় বাজেটের দিন ব্রিফকেসে বাজেট বক্তৃতা নিয়ে যাওয়াটা ছিল পুরনো রীতি। যার পরিবর্তন করেন বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অন্যদিকে বাজেট পেশের সঙ্গে জড়িয়ে রয়েছে হালুয়া অনুষ্ঠানের নাম।

  • |
Google Oneindia Bengali News

সামনের সপ্তাহে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। সেই বাজেটে বছরের পর বছর ধরে চলে আসছে হালুয়া অনুষ্ঠান। এছাড়াও রয়েছে বহি খাতা। কালের নিয়মে পুরনো রীতির পরিবর্তন করা হলেও এখনও তার অংশ বিশেষ বজায় রয়েছে।

তবে বাজেট পেশের দিন বাজেট বহনকারীর ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে।

এবারও হবে হালুয়া অনুষ্ঠান

এবারও হবে হালুয়া অনুষ্ঠান

এবারও অর্থমন্ত্রকের কর্মীরা হালুয়া অনুষ্ঠান করবেন। গত বছর করোনা মহামারীর কারণে অনুষ্ঠানের কিছুটা পরিবর্তন করা হয়েছিল। গত বছর ডিজিটাল বাজেট পেশের পরে অর্থমন্ত্রকের কর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল।
এই অনুষ্ঠানটিকে কেন্দ্রীয় বাজেট তৈরির চূড়ান্ত পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী কড়াইয়ে হালুয়ায় নাড়া গিয়ে যা শুরু করেন। তারপর তা নর্থব্লকে অর্থমন্ত্রকে পরিবেশন করা হয়। সেখানে অর্থ প্রতিমন্ত্রী এবং অন্য আধিকারিকরা উপস্থিত থাকেন।

কেন এই অনুষ্ঠান

বাজেট তৈরির কাজ শুরু হওয়ার পরে অর্থমন্ত্রকের আধিকারিকদের নর্থ ব্লকে রাখা ব্যবস্থা রয়েছে। গোপনীয়তা বজায় রাখতে এবং তথ্য ফাঁস রুখতে বাজেট পেশ না হওয়া পর্যন্ত প্রায় ১০ দিন দায়িত্বপ্রাপ্ত কর্মী থেকে আধিকারিক, সবাইকে পরিবার থেকে আলাদা থাকতে হয়। একমাত্র অর্থমন্ত্রীঅ সেখান থেকে বাইরে যেতে পারেন। যে কারণে ১৯৮০ সালে নর্থ ব্লকেই একটি ছাপাখানা তৈরি করা হয়। বাজেট তৈরির সঙ্গে যুক্ত কর্মী ও আধিকারিকদের উৎসাহ দিতেই এই অনুষ্ঠান।

কেন্দ্রীয় বাজেটে বহি খাতা

কেন্দ্রীয় বাজেটে বহি খাতা

সাধারণভাবে কেন্দ্রীয় বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে একটি ব্রিফকেস নিয়ে সংসদের দিকে হেঁটে যেতে দেখা যেত। আর সংসদে বাইরে স্তুপীকৃত থাকত বাজেটের বই। তবে গত চারবছর ধরে সেই চিত্র আর দেখা যায় না। ২০১৯-এ নিজের দ্বিতীয় বাজেট পেশের বছরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বহি খাতা দিয়ে ব্রিফকেস সরিয়ে দিয়েছিলেন। দেশে ইংরেজ শাসনের সময় থেকেই ব্রিফকেসের প্রচলন ছিল। ব্রিটিশ অর্থমন্ত্রীরা গ্ল্যাডস্টোনের বাক্স নিয়ে বাজের পেশ করতে সংসদে আসতেন। দেশ স্বাধীন হওয়ার পরে সেই জায়গায় আসে ব্রিফকেস। কোনও সময় অবশ্য তা চামড়ার পোর্টফোলিও ব্যাগ কিংবা হার্ডবাউন্ড ব্যাগে পরিবর্তিত হয়েছে। পরিবর্তন হয়েছে ব্যাগের রঙের। কিন্তু ২০১৯-এ এর বড় পরিবর্তন আসে।

কাগজহীন বাজেট

কাগজহীন বাজেট

২০২০ সাল পর্যন্ত কাগজে ছাপানো বাজেট পেশ করা হলেও ২০২১-এ কোভিড মহামারীর কারণে প্রক্রিয়াটিকে কাগজহীন করা হয়। ২০২২-এও তাই করা হয়। এবারই তাই করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে একটি ট্যাবলেট থেকে বাজেট বক্তৃতা পড়বেন।

Tripura Elections 2023: ত্রিপুরায় জোট নিয়ে ব্যস্ততা! অমিত-হিমন্তের সঙ্গে প্রদ্যোতের আরও বৈঠকের সম্ভাবনাTripura Elections 2023: ত্রিপুরায় জোট নিয়ে ব্যস্ততা! অমিত-হিমন্তের সঙ্গে প্রদ্যোতের আরও বৈঠকের সম্ভাবনা

English summary
Budget 2023: How did Halwa and Bahi Khaata come into the budget, now what custom is followed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X