For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2022: বাড়িতে বসে কাজ? মিলতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত Work from home ভাতা

গত কয়েক বছরে চাকরিজীবীদের কর ছাড়ের ক্ষেত্রে তেমন কোনও সুবিধা মেলেনি। এই বছর বাজেটে মোদী সরকারের কাছে একাধিক প্রত্যাশা সাধারণ মানুষের। কর ছাড় সহ একাধিক বিষয়ে বড় ঘোষণা সরকার করতে পারে বলে আশা।

  • |
Google Oneindia Bengali News

Budget 2022 : গত কয়েক বছরে চাকরিজীবীদের কর ছাড়ের ক্ষেত্রে তেমন কোনও সুবিধা মেলেনি। এই বছর বাজেটে মোদী সরকারের কাছে একাধিক প্রত্যাশা সাধারণ মানুষের। কর ছাড় সহ একাধিক বিষয়ে বড় ঘোষণা সরকার করতে পারে বলে আশা।

বিশেষ করে করদাতাদের কোনও রকম হতাশ এবার নির্মলা সীতারমণ করবেন না বলেই আশা। করোনা পরিস্থিতিতে অর্থব্যবস্থাকে চাঙ্গা করতে করদাতাদের সুবিধা দেওয়াটা প্রয়োজন।

তবে শোনা যাচ্ছে এবার বাজেটে চাকরিজীবীদের বেশ কিছু সুবিধা দিতে পারেন। বিশেষ করে যারা Work from home করছেন।

WFH ভাতা দিতে পারে সরকার

WFH ভাতা দিতে পারে সরকার

করোনা পরিস্থিতিতে বাড়িতে বসে কাজের জন্যে চাকরিজীবীদের (Work from home) খরচ একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ইন্টারনেট-ব্রডব্রেন্ড, টেলিফো, ফার্নিচার, ইলেকট্রিসিটি সহ একাধিক ক্ষেত্রে খরচ বেড়েছে। আগে অফিস গিয়ে কাজ করার জন্যে এই সব খরচ অনেকটাই বেঁচে যেত। এই অবস্থায় যারা বাড়িতে বসে কাজ করছেন তাঁদের জন্যে Work from home ভাতা ( allowance) দেওয়ার ক্ষেত্রে বড় ঘোষণা বাজেটে (Budget 2022) করা হতে পারে।

ব্রিটেনের ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতিকে অনুকরণ

ব্রিটেনের ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতিকে অনুকরণ

টেক্স সার্ভিসেস এবং ফাইনান্সিয়াল সার্ভিস দেয় এমন সংস্থা Deloitte India-এর পরামর্শ পরিস্থিতি অনুযায়ী কর্মীদের Work from home ভাতা ( allowance) দেওয়া প্রয়োজন। যদি সরকার সোজাসুজি ভাবে এই বিষয়ে কোনও ভাতা না ঘোষণা করতে পারে তাহলে অবশ্যই আয়করে বড়সড় ছাড়ের ঘোষণা করা প্রয়োজন বলে দাবি ওই সংস্থার। এই বিষয়ে সংস্থা ব্রিটেনের বাড়িতে বসে কাজের সংস্কৃতির কথা তুলে ধরে ওই সংস্থা।

৫০ হাজার টাকা ভাতা দেওয়ার দাবি

৫০ হাজার টাকা ভাতা দেওয়ার দাবি

Deloitte India-এর বক্তব্য অনুযায়ী ব্রিটেনের কর্মচারীদের করে ছাড় দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তৈরি করেছে। ভারতেও কাজ করছেন এমন কর্মীদের ক্ষেত্রেও এমন ছাড় দেওয়ার ঘোষণা করা উচিৎ। Deloitte India -এর পরামর্শ, যে সমস্ত কর্মচারী এই মুহূর্তে বাড়িতে বসে কাজ করছেন তাঁদের ৫০ হাজার টাকা পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম অ্যালোয়েন্সে ডিডাকশন দেওয়া উচতি।

ICAI-এর তরফে কি বলা হচ্ছে

ICAI-এর তরফে কি বলা হচ্ছে

Institute of Chartered Accountants of India (ICAI)-এর তরফে বেশ কিছু দাবি জানানো হয়েছে। কার্যত অনেকটাই এক সেই দাবি। ICAI-এর তরফে সরকারকে পরামর্শ বাজেট ২০২২ সালে বাড়িতে বসে যারা কাজ করছেন তাঁদের কথা ভেবে কেনাকাটার উপর এক কর ছাড় দেওয়া উচিৎ। সংস্থার মতে, অনেকেই বাড়িতে কাজ করার জন্যে পুরো অফিস সেটআপ তৈরি করছেন। অনেক কিছু তাতে কেনাকাটা করতে হচ্ছে। ফলে এই কেনাকাটার উপর কর ছাড় দেওয়ার দাবি সংস্থার।

৩৫ শতাংশ পর্যন্ত পাওয়া যেতে পারে ছাড়

৩৫ শতাংশ পর্যন্ত পাওয়া যেতে পারে ছাড়

সরকারি এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, বাজেট ২০২২-এ চাকরিজীবী এবং পেনশনভোগীদের বহাল থাকা Standard deduction-এর লিমিট ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এই অবস্থায় করদাতাদের বর্তমানে Standard deduction-এর লিমিট ৫০ হাজার টাকা রয়েছে। এর আগে Standard deduction-এর লিমিট ৪০ হাজার টাকা ছিল। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ২০১৮ সালে নিয়ে এসেছিলেন। এরপর পীযূষ গোয়েল Interim budget পেশ করেছিলেন। আর সেই সময়ে সেই লিমিট বাড়িয়ে ৫০ হাজার টাকা পর্যন্ত করা হয়েছিল।

English summary
Work From Home Allowance may announce in union budget 2022-2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X