For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট ২০২১ : দেশজোড়া মন্দার মাঝেও অর্থমন্ত্রীর থেকে কী আশা রাখছেন খুচরো বিনিয়োগকারীরা?

বাজেট ২০২১ : দেশজোড়া মন্দার মাঝেও অর্থমন্ত্রীর থেকে কী আশা রাখছেন খুচরো বিনিয়োগকারীরা?

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই পেশ হতে চলেছে ২০২১-২২ অর্থবর্ষের বাজেট। আর তা নিয়েই চড়ছে আশা-আশঙ্কার পারদ। এদিকে করোনাকালীন মন্দার মাঝে দেশের প্রতিটি ক্ষেত্র করোনা-পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে তাকিয়ে রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের দিকেই। এদিকে দেশের এই কঠিন পরিস্থিতিতে বিনিয়োগ টানাটাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা একথায় স্বীকার করে নিচ্ছেন অর্থনীতিবিদেরা। এমতাস্থায় ছোট ও খুচরো বিনিয়োগকারীরা আসন্ন বাজেটে থেকে ঠিক কী আশা রাখছে জানেন কী ?

একাধিক বিষয়ে তৈরি হচ্ছে জল্পনা

একাধিক বিষয়ে তৈরি হচ্ছে জল্পনা

এদিকে ইতিমধ্যে ট্যাক্সে ছাড়, নানা ক্ষেত্রে আয়কর কমানো, ট্যাক্স স্ল্যাব-সহ একাধিক বিষয় নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। দেশে বিনিয়োগ টানার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য সওয়াল করেছেন বিশেষজ্ঞদের একাংশ। এমনকী ছোট বিনিয়োগকারীদের আরও বেশি মাত্রায় উৎসাহিত করতে বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই ট্যাক্স কমানোর দাবি জানানো হচ্ছে। এমতাবস্থায় আসন্ন বাজেটে নির্মলা সীতারমন কী ঘোষণা করেন সেদিকেই তাকিয়ে সকলে।

 কী আশা রাখছেন ছোট বিনিয়োগকারীরা ?

কী আশা রাখছেন ছোট বিনিয়োগকারীরা ?

এদিকে গত বাজেটেই জাতীয় পেনশন প্রকল্পের টিয়ার -২ চালু করার ঘোষণা করে সরকার।তবে এই ক্ষেত্রে সুবিধা পাচ্ছিলেন সরকারি কর্মীরা। তবে এই বছর টায়ার-২ সুবিধা পাওয়ার আশা রাখছেন সমস্ত শ্রেণির খুচরো বিনিয়োগকারীরাই। ফলস্বরূপ কর মুক্তি থেকে ইক্যুইটি-সম্পর্কিত তহবিলে বিনিয়োগের একটি অতিরিক্ত বিকল্পের রাস্তা খুলে যেতে পারে ছোট বিনিয়োগকারীদের কাছে।

কর্পোরেট ট্যাক্স স্কিমেও রদবদলের সম্ভাবনা

কর্পোরেট ট্যাক্স স্কিমেও রদবদলের সম্ভাবনা

অন্যদিকে ব্যবসায়িক ও বিনিয়োগক্ষেত্রকে চাঙ্গা করা ছাড়া দেশীয় অর্থব্যবস্থাকে যে কোনোভাবেই পুনুরুজ্জীবিত করা যাবে না তা বেশ বুঝতে পেরেছে কেন্দ্রও। এমতাবস্থায় ছোট ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী দু-পক্ষের জন্যই একাধিক ভাবনা চিন্তাও করছে সরকার। কর্পোরেট ট্যাক্স স্কিম, GST, ট্যাক্স লিটিগেশন, এক্সপোর্ট ইনসেনটিভসের ক্ষেত্রেও বিচার-বিবেচনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

 কোন কোন ক্ষেত্রে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ?

কোন কোন ক্ষেত্রে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ?

এদিকে অর্থনৈতিক মন্দার কালো মেঘ, তার উপরে আবার করোনার খাঁড়া। সব মিলিয়ে তীব্র মন্দার সঙ্গে যুঝতে থাকা ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সকলেরই চোখ এখন ১লা ফেব্রুয়ারির বাজেটের দিকে। সূত্রের খবর, বিনিয়োগকারী থেকে সমাজ সকল স্তরের মানুষকে খানিক স্বস্তি দিতে ১৯৬১ থেকে চলে আসা ইনকাম ট্যাক্স অ্যাক্টে পরিস্থিতির বিচারে আগামীতে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অন্যদিকে গোটা পরিস্থিতির কথা মাথায় রেখেই স্থিতিশীল ট্যাক্স ইকোসিস্টেমের পক্ষেও জোরালো সওয়াল করছেন বিশেষজ্ঞরা। যার ফলে অটোমোবাইল, ফার্মা, ইলেকট্রনিক, টেকনোলজি-সহ একাধিক ক্ষেত্র সমৃদ্ধ হবে, এমনকী খুচরো বিনিয়োগের পরিমাণও বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

বাজেটের আগে আরও এক শরিককে নিয়ে বিপাকে বিজেপি! কৃষক আন্দোলনের মাঝেই জল্পনা তুঙ্গে বাজেটের আগে আরও এক শরিককে নিয়ে বিপাকে বিজেপি! কৃষক আন্দোলনের মাঝেই জল্পনা তুঙ্গে

English summary
What do retail investors expect from Finance Minister Nirmala Sitharaman in the midst of a global recession?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X