For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উগ্রপন্থা সমাপ্তির দিকে যেতে শুরু করেছে উত্তরপূর্বে, কমতির দিকে মাওবাদ! সংসদ থেকে রাষ্ট্রপতির বার্তা

উগ্রপন্থা সমাপ্তির দিকে যেতে শুরু করেছে উত্তরপূর্বে, কমতির দিকে মাওবাদ! সংসদ থেকে রাষ্ট্রপতির বার্তা

  • |
Google Oneindia Bengali News

বাজেট ঘিরে এদিনের অধিবেশনে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন আলাদা করে দেশের সীমান্তের এলাকায় মোদী সরকারের গুরুত্ব নিয়েও বক্তব্য রেখেছেন তিনি। প্রশংসায় ভরিয়েছেন মোদী সরকারকে।

উগ্রপন্থা শেষের পথে!

উগ্রপন্থা শেষের পথে!

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, উগ্রপন্থা কার্যত শেষের দিকে যেতে শুরু করেছে উত্তর পূর্বের দেশগুলিতে। সেখানে হিংসার ঘটনা কমছে বলে দাবি করেন তিনি। যে যুবকরা সেখানে পথভ্রষ্ট হয়েছেন, তাঁরা মূল স্রোতে ফিরছেন বলেও দাবি করেছেন রামনাথ কোবিন্দ।

উদ্বাস্তুদের নিয়ে বড় বার্তা

উদ্বাস্তুদের নিয়ে বড় বার্তা

রাষ্ট্রপতি এদিন বলেন, ব্রু রিফিউজিদের পুনর্বাসন নিয়েও সরকার বড় ভূমিকা পালন করেছে। তিনি জানা বোড়ো শান্তিচুক্তি এক্ষেত্রে একটি বড় ভূমিকা নিতে চলেছে।

ব্রহ্মপুত্র নিয়ে বার্তা

ব্রহ্মপুত্র নিয়ে বার্তা

এদিন ব্রহ্মপুত্র নিয়ে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ব্রহ্মপুত্রকে ঘিরে উত্তরপূর্বের অসমে যে জীবনধারা প্রকল্প চালু হয়েছে, তা অসমের আর্থিক গতিবিধিকে বাড়তি সুবিধা দেবে।

মাওবাদ নিয়ে বার্তা

মাওবাদ নিয়ে বার্তা

এদিন নিজের ভাষণে রাষ্ট্রপতি বলেন মাওবাদী অধ্যুষিত এলাকায় যেভাবে মাওবাদীদের রমরমা কমেছে, তাতে রীতিমতো আশা ব্যাঞ্জক পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ভারতে মাওবাদী প্রভাবিত এলাকার সংখ্যা কমছে বলে তিনি বার্তা দেন।

বাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত সংসদ! রাষ্ট্রপতির ভাষণ বয়কট ১৯ বিরোধী দলেরবাজেট অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত সংসদ! রাষ্ট্রপতির ভাষণ বয়কট ১৯ বিরোধী দলের

English summary
Budget 2021, President Ramnath Kovind on North East says Extremism heading towards end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X