For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের আন্দোলনের মাঝেই আজ 'ইকোনমিক সার্ভে' পেশ করবেন অর্থমন্ত্রী, একনজরে কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

দিল্লি গাজিপুর সীমান্তে এখনও কৃষক আন্দোলনের পথ ধরে ধরনায় রয়েছেন কৃষকরা। এলাকা ছাড়ার কথা হলেও ফের একবার ধরনার এলাকায় তাঁরা ফিরে গিয়েছেন। ফলে দিল্লি গাজিপুর সীমান্ত এখনও তপ্ত।
এদিকে এমন এক পরিস্থিতিতে এদিন ইকোনমিক সার্ভে পেশ করবেন অর্থমন্ত্রী সীতারমন। দেখে নেওয়া যাক কয়েকটি দিক।

ইকোনমিক সার্ভে পেশ

ইকোনমিক সার্ভে পেশ

১৯৫০-৫১ সালে দেশে প্রথম ইকোনমিক সার্ভে পেশ করা হয়। পরে ১৯৬৪ সালে লোকসভায় এটি প্রথম পেশ করা হয়। ভারতের সেই চিরাচরিত রীতি মেনে এদিন বাজেট সেশনের শুরুতে দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করে এদিন ইকোনমিক সার্ভের রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশজুড়ে কৃষি আইন বাতিলের দাবিতে প্রবল কৃষক আন্দোলনের মাঝে এদিন সীতারমনের এই রিপোর্ট পেশ করোনার অতিমারী সংকটের প্রেক্ষাপটেও বেশ গুরুত্বপূর্ণ।

 বাজেট অধিবেশন শুরু

বাজেট অধিবেশন শুরু

এদিকে, এদিন কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে দেশের ১৮ টি বিরোধী দল বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করতে চলেছে বলে জানিয়েছে। এদিকে, আজ থেকেই শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন।

জোরদার আন্দোলন

জোরদার আন্দোলন

এদিকে, দিল্লি সিংঘু সীমান্তে ক্রমাগত জোরদার হতে শুরু করে দিয়েছে কৃষকদের আন্দোলন। রাতভর সেখানে ধরনার পর , সকাল থেকেই সেখানে অবস্থানরত কৃষকদের মুখে 'জয় জওয়ান জয় কিষাণ'এর বার্তা।

দিল্লি সীমান্ত বন্ধ !

দিল্লি সীমান্ত বন্ধ !

এদিকে, দিল্লি গাজিপুর সীমান্ত যেমন বন্ধ করা হয়েছে, সিংঘু, মঙ্গেশ, সাবোলি, অউচণ্ডিতে দিল্লি সীমান্ত বন্ধ করা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে দিয়ে ঘুরে যাচ্ছে একাধিক ট্রাক।

English summary
Budget 2021, FM to Present Economic Survey Today amid Farmer protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X