For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রি? আসন্ন বাজেটে কোন পথে হাঁটবেন নির্মলা সীতারমন

Google Oneindia Bengali News

সীতারামনের আসন্ন বাজেটেও বিলগ্নিকরণের ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এবারের বাজেটে সীতারামন ৩ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন বলে সূত্রের খবরে। এর মধ্যে আবার একটি ব্যাঙ্ক সম্পূর্ণ বিক্রির প্রস্তাব দেওয়া হলে বিস্ময়ের কিছু থাকবে না বলে মত পর্যবেক্ষক মহলের।

গত বাজেটে দেশের বৃহত্তম বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগমে নিজের অংশিদারিত্ব বিক্রির কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে সরকার এলআইসি-তে নিজের অংশিদারিত্ব বিক্রি করবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে মোদী সরকারের পক্ষে এখনও সেই কাজ করে ওঠা সম্ভব হয়নি। এরই মাঝে জানা গিয়েছে, আসন্ন বাজেটে এলআইসি-র ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

এছাড়া চলতি আর্থিক বছরেই রাষ্ট্রায়ত্ত আইডিবিআই ব্যাঙ্কে নিজের অংশিদারিত্ব বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদী সরকার। কিন্তু কোভিড এসে তাতেও জট পাকিয়েছে। যদিও রণে ভঙ্গ দিতে নারাজ দেশের দ্বিতীয় মহিলা অর্থমন্ত্রী। উলটে এক কদম এগিয়ে আসন্ন বাজেটে আইডিবিআই ব্যাংককে ব্যক্তিগত পুঁজির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিতে পারেন তিনি। অর্থাৎ বিক্রি করে দেওয়া হতে পারে আইডিবিআই ব্যাঙ্ক। উল্লেখ্য, বর্তমানে আইডিবিআই ব্যাংককে কেন্দ্রের ৪৭.১১ শতাংশ অংশিদারিত্ব আছে। আর বৃহত্তম ৫১ শতাংশ শেয়ার এলআইসি-র।

বিক্রির তালিকা এখানেই শেষ নয়। এই বাজেটে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংককে বেসরকারিকরণ করার প্রক্রিয়া শুরু করা হতে পারে। যার অঙ্গ হিসেবে এই দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শেয়ার বিক্রির প্রস্তাব দিতে পারেন মোদী সরকারের অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কোষাগারে টাকারর যোগান বজায় রাখতে বিলগ্নিকরণের উপরেই জোর দিতে চলেছে মোদী সরকার। বিগত বছরের বাজেটে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে বেসরকারিকরণের পথে হেঁটেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম-সহ একাধিক বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার।

English summary
Budget 2021: Centre likely to announce sale of IDBI Bank, stake in LIC, say sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X