For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সামগ্রিক চাহিদা বাড়াতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধির পক্ষে সওয়াল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাত ধরে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। অর্থনীতির এমন বেহাল পরিস্থিতিতে কি নিয়ে আসতে চলেছে এই নতুন বাজেট সেইদিকেই নজর সাধারণ মানুষের।

অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধির পক্ষে সওয়াল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের

অন্যদিকে এই পরিস্থিতিতেই দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে আসন্ন বাজেটে সরকারের বরাদ্দ বৃদ্ধির পক্ষে সওয়াল করতে দেখা গেলো নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। অর্থনীতির হাল ফেরাতে পরিকাঠামো ক্ষেত্রের উন্নতি করা প্রয়োজন৷ পাশাপাশি দেশীয় দ্রব্যের চাহিদা বাড়িয়ে ঘাটতি মেটানোর পরামর্শ ও দেন তিনি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷

মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক মন্দার পরিস্থিতিকে উদাহরণ হিসেবে সামনে রেখে, নোবেলজয়ী বলেন সার্বিক চাহিদা বাড়াতে সরকারের উচিৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের হাতে অর্থ তুলে দেওয়া। হাতে টাকা এলেই ক্রয় ক্ষমতা বাড়বে ফলস্বরূপ চাহিদাও বৃদ্ধি পাবে।

এছাড়াও,আসন্ন বাজেটে মধ্যবিত্ত শ্রেণির উপর আয়কর কমিয়ে লাভ নেই। বরং অসাম্য দূর করতে দেশের সম্পদের পুনর্বণ্টনের জন্য ধনীদের সম্পত্তির উপর কর বসানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

English summary
Nobel laureate Abhijit Banerjee supports higher investment to raise demand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X