For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: দেশে আয় ও বিনিয়োগ বাড়বে, আর যা বললেন আশাবাদী প্রধানমন্ত্রী

নিজের সরকারের অর্থমন্ত্রীর করা বাজেটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছে।

  • |
Google Oneindia Bengali News

নিজের সরকারের অর্থমন্ত্রীর করা বাজেটের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নির্মলা সীতারমন এবং তাঁর টিমকে অভিনন্দন জানাচ্ছেন, দশকের প্রথম বাজেটে ভিশনের পাশাপাশি অ্যাকশন থাকার জন্য।

অর্থমন্ত্রী ও তাঁর দলকে অভিনন্দন

প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ও তাঁর দলকে অভিনন্দন জানিয়েছেন, দশকের প্রথম বাজেটে ভিশনের পাশাপাশি অ্যাকশন থাকার জন্য।

বাজেটে চারটি বিষয়ে গুরুত্ব

প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাজেটে কৃষি, পরিকাঠামো, টেক্সটাইল এবং প্রযুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে চাকরির সুযোগ বাড়ানোর জন্যই তা করা হয়েছে। বলেছেন প্রধানমন্ত্রী।

পর্যটন ক্ষেত্রকে গুরুত্ব

প্রধানমন্ত্রী বাজেটে পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। যার মাধ্যমে দেশে কর্মসংস্থানের পাশাপাশি নতুন আয়ের সংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি।

হাতে তৈরি কাপড়কে গুরুত্ব

দেশে হাতে তৈরি কাপড়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরওো জানিয়েছেন, গত তিন দশকে দেশে এই ধরনের কাপড়ের চাহিদা বেড়েছে।

আয় ও বিনিয়োগ বাড়বে, আশাবাদী প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এই বাজেটে দেশে আয় ও বিনিয়োগ বাড়বে। চাহিদা ও খরচও বাড়বে বলে মনে করেন তিনি। এই বাজেট দেশের অর্থনীতিতে গতি আনবে বলে আশাবাদী তিনি।

English summary
Budget 2020 has vision as well as action, PM Modi congratulate FM Nirmala Sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X