For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ বাজেটে মহিলারা কী পেলেন! পীযূষ গোয়েল সংসদে যা জানালেন

বাজেটের আগে থেকেই শোনা যাচ্ছিল, লোকসভা নির্বাচনকে নজরে রেখে মধ্যবিত্ত থেকে মহিলা উন্নয়কে নজরে রেখে বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

বাজেটের আগে থেকেই শোনা যাচ্ছিল, লোকসভা নির্বাচনকে নজরে রেখে মধ্যবিত্ত থেকে মহিলা উন্নয়কে নজরে রেখে বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। অর্থমন্ত্রী অরুণ জোটলি অসুস্থ থাকায়, তাঁর জায়গায় ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল এদিন বাজেট পেশ করেন। বাজেটে বিভিন্ন খাতে একাধিক অঙ্কের টাকা বরাদ্দ হয়। একনজরে দেখে নেওয়া যাক ২০১৯ বাজেট থেকে মহিলারা কী পেলেন?

বরাদ্দ টাকা

বরাদ্দ টাকা

মহিলাদের স্বনির্ভরতায় ও তাঁদের সুরক্ষায় ১৩৩০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। চারিদিকে বেড়ে চলা মহিলা নিরাপত্তাহীনতার ঘটনার কথা মাথায় রেখে , নারী সুরক্ষায় ১৩৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

গর্ভবতী থাকাকালীন ছুটি

গর্ভবতী থাকাকালীন ছুটি

মহিলাদের জন্য বিজেপি সরকারের 'প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা 'র মাধ্যমে মহিলাদের মাতৃত্বাকালীন ছুটি ২৬ সপ্তাহ থাকাকালীনও তাঁরা একাধিক সুবিধা ভোগ করতে পারছেন। এদিন লোকসভায় বাজেট পেশ করার সময় সেই যোজনার ইতিবাচক দিকগুলি তুলে ধরেন পীযূষ গোয়েল।

[আরও পড়ুন:মাত্র ৫৯ মিনিটে ১ কোটি ঋণ! পীযুষের বাজেট ঘোষণায় উৎসাহী শিল্পদ্যোগীরা][আরও পড়ুন:মাত্র ৫৯ মিনিটে ১ কোটি ঋণ! পীযুষের বাজেট ঘোষণায় উৎসাহী শিল্পদ্যোগীরা]

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

এদিন লোকসভায় পীযূষ গোয়েল জানান, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় সবচেয়ে বেশি সংখ্যক ৭০ শতাংশই মহিলা। লোকসভায় এমনই তথ্য প্রদান করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী। এই যোজনাতে মহিলারা স্বনির্ভরতার জন্য ঋণ সাহায্য পেয়ে থাকেন।

[আরও পড়ুন:আয়করে ছাড় বাড়ল! বিনিয়োগ বাড়বে স্থাবর সম্পত্তিতে][আরও পড়ুন:আয়করে ছাড় বাড়ল! বিনিয়োগ বাড়বে স্থাবর সম্পত্তিতে]

উজ্জ্বলা যোজনা

উজ্জ্বলা যোজনা

ঘরের হেঁসেল মানেই মহিলাদের কর্তৃত্ব! আর সেই নিরিখে মহিলাদের কথা ভেবে উজ্জ্বলা যোজনায় ৮ কোটি বিনামূল্যের এলপিডি কানেকশন দেওয়া হবে। ইতিমধ্যেই ৬ কোটি কানেকশন দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বাজেট শুনে কী প্রতিক্রিয়া মনমোহনের, কোন অভিযোগে সরব তিনি][আরও পড়ুন: বাজেট শুনে কী প্রতিক্রিয়া মনমোহনের, কোন অভিযোগে সরব তিনি]

English summary
Budget 2019, what alotted for woman as Piyush Goyal Proposes for development.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X