For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ বাজেটে কর্মসংস্থান থেকে কৃষি নিয়ে ২০৩০ সাল পর্যন্ত কোন স্বপ্ন দেখাল বিজেপি সরকার

২০১৯ সালে বসেই ২০৩০ সালের রোডম্যাপ তৈরি করে ফেলল বিজেপি সরকার। লোকসভা পাখির চোখ হলেও, ২০৩০ সাল পর্যন্ত সময়সীমায় দেশ কোন কোন খাতে উন্নতি করতে পারে, তা নিয়ে ২০১৯ সালের বাজেটে রোডম্যাপ তৈরি করে তাক লাগা

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালে বসেই ২০৩০ সালের রোডম্যাপ তৈরি করে ফেলল বিজেপি সরকার। লোকসভা পাখির চোখ হলেও, ২০৩০ সাল পর্যন্ত সময়সীমায় দেশ কোন কোন খাতে উন্নতি করতে পারে, তা নিয়ে ২০১৯ সালের বাজেটে রোডম্যাপ তৈরি করে তাক লাগালেন কেন্দ্রের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয় উঠে এল এই বাজেটের ২০৩০ ভিশন থেকে।

২০৩০ এর জন্য প্রস্তুতি!

২০৩০ এর জন্য প্রস্তুতি!

পরবর্তী প্রজন্মের জন্য কার্যত এক রোডম্যাপ পেশ হয়েছে ২০১৯ সালের বাজেটে। দেশকে বিভিন্ন ক্ষেত্রে সঠিক পরিকাঠামো দিতে ১০ ট্রিলিয়ান ডলার বিনিয়োগ করতে চলেছে কেন্দ্র। সঙ্গে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া নিয়ে পরিকল্পনা। যার হাত ধরে প্রচুর কর্মসংস্থান তৈরি হতে পারে।

স্বচ্ছ ভারত

স্বচ্ছ ভারত

দেশকে স্বচ্ছ রাখতে ইলেকট্রিক গাড়ির কথা উল্লেখ রয়েছে ২০১৯ সালের বাজেটে। এতে চালিত শক্তির অপচয় রোধ হবে। যা শক্তির ব্যবহার বাড়াবে।

গ্রামে শিল্প!

গ্রামে শিল্প!

গ্রামীণ এলাকায়শিল্প গড়া নিয়েও একাধিক পরিকল্পনা রয়েছে সরকারের। এরজন্য মেক ইন ইন্ডিয়া ও ছোট স্টার্টআপ গুলিকে একসঙ্গে নিয়ে এগোতে চায় সরকার। পাশাপাশি গঙ্গা দূষণ রোধেও একাধিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে চাইছে সরকার।

[আরও পড়ুন:v বাজেট শুনে কী প্রতিক্রিয়া মনমোহনের, কোন অভিযোগে সরব তিনি][আরও পড়ুন:v বাজেট শুনে কী প্রতিক্রিয়া মনমোহনের, কোন অভিযোগে সরব তিনি]

কৃষিক্ষেত্র ঘিরে স্বপ্ন

কৃষিক্ষেত্র ঘিরে স্বপ্ন

খাদ্যদ্রব্যের ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানোর ডাক দিয়েছে বিজেপি সরকার। খাদ্যের উৎপাদনরে ওপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে এখানে। এছাড়াও সুস্বাস্থ্যের অধিকারী ভারত গঠনের দিকেও এগিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়েছে বাজেটে। মানুষের সঙ্গে মিলে মিশে আমলাতন্ত্র চলবে বলেও জানান ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

[আরও পড়ুন; অনাদায়ী ঋণ আদায় হয়েছে ৩ লক্ষ কোটি, বাজেটে চাঞ্চল্যকর দাবি পীযুষ গোয়েলের][আরও পড়ুন; অনাদায়ী ঋণ আদায় হয়েছে ৩ লক্ষ কোটি, বাজেটে চাঞ্চল্যকর দাবি পীযুষ গোয়েলের]

English summary
Union Finance Minister Piyush Goyal underlined the 10 most important dimensions that will guide the Government in Vision 2030.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X