For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট্রোলের দাম বৃদ্ধি থেকে বেকারত্ব! বাজেট ২০১৯ নিয়ে 'মিম' থেকে 'ট্রোল'-এর ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়

২০১৯ সালের বাজেট ঘিরে গোটা দেশের নজর এদিন টিকে ছিল সংসদে। এদিন ঘড়ির কাঁটা ১১ টা ছুঁতেই বাজেট অধিবেশন ঘিরে দেশ জুড়ে পারদ চড়তে থাকে।

Google Oneindia Bengali News

২০১৯ সালের বাজেট ঘিরে গোটা দেশের নজর এদিন টিকে ছিল সংসদে। এদিন ঘড়ির কাঁটা ১১ টা ছুঁতেই বাজেট অধিবেশন ঘিরে দেশ জুড়ে পারদ চড়তে থাকে। দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশনে এদিন টানা ২ ঘন্টা ১৫ মিনিট বক্তব্য পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে রেলের ভাড়া যেমন মধ্যবিত্তকে খানিকটা স্বস্তি দিয়েছে, তেমনই বাকারত্ব থেকে সোনার দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসছে একটা অংশের। আর সাধারণ মানুষের যাবতীয় প্রতিক্রিয়া এবার উঠে আসছে সোশ্যাল মিডিয়া মিম ও ট্রোলের বন্যা!

আয়কর নিয়ে মিম

অনেকেই মনে করেছিলেন যে আয়কর নিয়ে সম্ভবত নতুন ছাড়ের ঘোষণা আসতে চলেছে সরকারের তরফে । তবে তা না হওয়ায় উঠে এসেছে এই মিমটি।

মধ্যবিত্তরা কী পাচ্ছে?

বাজেট ঘিরে ,মধ্যবিত্তরা কী কী সুবিধা পাচ্ছে তা নিয়েও প্রকাশ্যে এসেছে এই মিম।

বাজেট প্রতিবছর!

প্রতিবছরই মানুষ কিছু না কিছু আশা আকাঙ্খা নিয়ে বাজেটের দিকে তাকিয়ে থাকেন। আর সেই প্রেক্ষিতে মন্ত্রীদের প্রতিক্রিয়া কেমন হয়, তার জবাব দিয়েছে এই মিম।

আয়কর ঘোষণার জন্য অপেক্ষা

মধ্যবিত্তের কাছে প্রতিবারের বাজেটেই অপেক্ষা থাকে কিছু না কিছু। আর সেই অপেক্ষার ছবিই এবার ধরা পড়েছে মিম-এ।

বাজেট বোঝা নিয়ে সমস্যা!

বাজেট বুঝতে পারা না পারা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। আর সেই সমস্যাকে তুলে ধরতেই এই মিম।

বেকারত্ব!

প্রশ্ন যখন বেকারত্ব নিয়ে তখন বারবার প্রশ্নের মুখে পড়ে বাজেট। এবারের বাজেট থেকেও বহু আশা আকাঙ্খা ছিল বেতারত্ব সমস্যা ঘিরে। আর এই মিম সেই সমস্যাকেই তুলে ধরেছে।

মধ্যবিত্তের অবস্থা

বাজেট শোনবার পর মধ্য়বিত্তের অবস্থা কেমন হয়, তা নিয়ে এই মিমটি উঠে আসছে।

English summary
Budget 2019,memes on union bidget goes viral in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X