রেলের পরিকাঠামোয় জোর! নামছে বন্দে ভারত এক্সপ্রেস
রেল বাজেটে বাড়ল টাকার পরিমাণ। এদিন সংসদে সাধারণ বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি রেলমন্ত্রীও বটে। রেলবাজেটে ২০১৯-২০ সালের জন্য ১ লক্ষ ৫৮ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রেলের পরিকাঠামো উন্নয়নে বাড়তি অর্থ ব্যয় করা হবে বলেও জানিয়েছেন।

বাজেট পেশ করতে গিয়ে পীযূষ গোয়েল বলেছেন, ২০১৮-১৯ সাল ভারতীয় রেলের পক্ষে নিরাপদতম বছর হিসেবে অতিক্রান্ত হয়েছে। দেশে ব্রডগেজ লাইনে প্রহরী বিহীন রেল ক্রসিং নেই বলেও জানিয়েছেন তিনি।

বাজেট ভাষণে রেলমন্ত্রকের সাফল্যের কথাও তুলে ধরেছেন তিনি। পীযূষ গোয়েল বলেছেন, ভারতে শীঘ্রই বিশ্ব পর্যায়ের মতো, আধা উচ্চগতির ট্রেন চালানো হবে। যার নাম দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের প্রযুক্তিবিদরাই এই ট্রেন তৈরি করেছেন। রেলমন্ত্রী আশাবাদী ভারতীয় রেল তাদের অপারেটিং রেশিও উন্নত করবে ভবিষ্যত সময়ে।