For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান ও মধ্যপ্রদেশে কংগ্রেসকে 'অচ্ছুৎ' করে ছোট দলের সঙ্গে জোটবার্তা মায়াবতীর

মায়াবতী স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন রাজস্থান ও মধ্যপ্রদেশের নির্বাচনে কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না বসপা।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরের চাপ আরও বাড়িয়ে দিলেন বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতী। স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন রাজস্থান ও মধ্যপ্রদেশের নির্বাচনে কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না বসপা। এর আগে মধ্যপ্রদেশের ভোট নিয়ে বসপা নেতা জানিয়েছিলেন, কংগ্রেসকে সঙ্গে নিয়ে নয়, একাই লড়বে মায়াবতীর দল। এদিন একেবারে তা স্পষ্ট ঘোষণা করে দিলেন মায়াবতী।

রাজস্থান ও মধ্যপ্রদেশে কংগ্রেসকে অচ্ছুৎ করে দিলেন মায়াবতী

মায়াবতী জানিয়েছেন, কংগ্রেস নয় বরং ছোট আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে তিনি লড়বেন। আর না হলে একা লড়বেন। মায়াবতীর অভিযোগ, বিজেপিকে ক্ষমতাচ্যুত করার চেয়ে কংগ্রেসের লক্ষ্য বিএসপির সঙ্গে জোট করে তাঁর দলকেই শেষ করে দেওয়া। তা তিনি কিছুতেই হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মায়াবতী।

[আরও পড়ুন: ৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নামল ৩৬ হাজারের নিচে][আরও পড়ুন: ৫০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, নামল ৩৬ হাজারের নিচে]

মায়াবতী কংগ্রেসের সঙ্গে জোট ভাঙা নিয়ে মায়াবতী বলেছেন, কর্ণাটকে আমরা স্থানীয় দলগুলিকে নিয়ে লড়েছি। ছত্তিশগড়েও তাই ঘোষণা করেছি। একই পথে হেঁটে মধ্যপ্রদেশ ও রাজস্থানেও তাই করব। আঞ্চলিক দলের সঙ্গে জোট করব তবে কংগ্রেসের সঙ্গে জোট নয়।

[আরও পড়ুন: মমতা তদন্তকে প্রভাবিত করেন! কোন কোন মামলায় 'প্রভাব', বিস্ফোরক মুকুল ][আরও পড়ুন: মমতা তদন্তকে প্রভাবিত করেন! কোন কোন মামলায় 'প্রভাব', বিস্ফোরক মুকুল ]

প্রসঙ্গত, মায়াবতী কয়েকদিন আগে ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়বেন না বলে জানিয়ে দেন। সেই রাজ্যের নেতা অজিত যোগীর দলের সঙ্গে জোট বেঁধে লড়ার ঘোষণা করেন। এদিনের ঘোষণার ফলে লোকসভা ভোটের আগে বলা যায়, মায়াবতী কংগ্রেসকে একপ্রকার অচ্ছ্যুৎ কের দিলেন।

[আরও পড়ুন: ভারতে এসে মোদীর হাতে 'চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ' সম্মান তুলে দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব][আরও পড়ুন: ভারতে এসে মোদীর হাতে 'চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ' সম্মান তুলে দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব]

English summary
BSP will not ally with Congress in Rajasthan and MP, says Mayawati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X