For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Uttar Pradesh vote 2022: নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত BSP-র, কী ঘোষণা করলেন ময়াবতী

Uttar Pradesh vote 2022: নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত BSP-র, কী ঘোষণা করলেন ময়াবতী

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়বেন না বিএসপি সুপ্রিমো মায়াবতী। নিজেই জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই উত্তর প্রদেশে বিধানসভা ভোটে না লড়ার কথা বলেছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তারপরেই আবার মায়াবতী কোনও কেন্দ্রে লড়বেন না বসে ঘোষণা করেছেন। এদিকে ভোটর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। ফেব্রুয়ারি মাসেই সাত দফায় ভোট হবে উত্তর প্রদেশে।

ভোটে লড়বেন না মায়াবতী

ভোটে লড়বেন না মায়াবতী

এবারের বিধানসভা ভোটে লড়বেন না বিএসপি সুপ্রিমো মায়াবতী। বিএসপি সাংসদ সতীশ চন্দ্র মিশ্র একথা জানিয়েছেন। তিনি নিজেও লড়বেন না বিধানসভা ভোটে বলে জানিয়েছেন। উত্তর প্রদেশে সরকার গড়বে বিএসপিইএমনই দাবি করেছেন তিনি। কয়েকদিন আগেই অখিলেশ যাদব ঘোষণা করেছিলেন সমাজবাদী পার্টি ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন। সেটা হবে না বলে দাবি করেছেন বিএসপি সাংসদ। তিনি দাবি করেছেন না সমাজবাদী পার্টি না বিজেপি কেউ সরকার গড়তে পারবে না উত্তর প্রদেশে। বহুজন সমাজ পার্টিই বিপুল ক্ষমতা নিয়ে সরকার গড়বে উত্তর প্রদেশে।

ভোটে লড়বেন না অখিলেশ যাদবও

ভোটে লড়বেন না অখিলেশ যাদবও

কয়েকদিন আগে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব জানিয়েছিলেন তিনি এবারের নির্বাচনে লড়ছেন না। তবে তাঁর কাকা শিবপাল যাদব দাবি করেছেন অখিলেশ যাদবকে িতনি মুখ্যমন্ত্রী পদে দেখতে চান। প্রসঙ্গত উল্লেখ্য শিবপাল যাদবের সঙ্গে বরাবরই বিরোধ চরমে ছিল অখিলেশ যাদব এবং বাবার। গত বিধানসভা ভোটের আগে সেই বিরোধ প্রকাশ্যে চলে এসেছিল। তাতে অস্বস্তি বেড়েছিল সমাজবাদী পার্টির। প্রকাশ্যে চলে এসেছিল শিবপাল যাদবের সঙ্গে সংঘাত।

বিএসপিতে ভাঙনের জল্পনা

বিএসপিতে ভাঙনের জল্পনা

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কোমর কষেছে রাজনৈতিক দলগুলি। বিজেপি এবং সমাজবাদী পার্টি আগে থেকেই প্রচার যুদ্ধে নামলেও বহুজন সমাজ পার্টিকে তেমন ভাবে প্রচারে সক্রিয় হতে দেখা যায়নি। তবে প্রথম থেকে একক লড়াইয়ের বার্তা দিয়েছিলেন বহু জনসমাজ পার্টির নেত্রী। কংগ্রেস বা অন্যকোনও রাজনৈতিক দলের সঙ্গে তারা জোট গড়বেন না বলে জানিয়েছিেলন। সেই মতই নির্দেশ দেওয়া হয়েছিল বিএসপি নেতাদের। এদিকে ভোটের আগে থেকেই বেশ কয়েকজন বহুজন সমাজপার্টির বিধায়ক দেখা করেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে। তারপরেই জল্পনা শুরু হয়েছিল কোথায় যাচ্ছেন তাঁরা। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন বিএসপি সুপ্রিমো।

করোনা আবহে ভোট

করোনা আবহে ভোট

করোনা সংক্রমণের মধ্যেই ভোট হবে উত্তর প্রদেশে। ফেব্রুয়ারি মাসে ৭ দফায় নির্বাচন উত্তর প্রদেশে। মার্চ মাসে ফল প্রকাশ। করোনা সংক্রমণের থার্ড ওয়েভের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব মিটিং মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেই নির্দেশিকা জারি করে মিটিং মিছিল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে। তবে কমিশনের ঘোষণার আগেই কংগ্রেস এবং সমাজবাদী পার্টির পক্ষ থেকে সব মিটিং মিছিল বাতিল করে দেওয়া হয়েছিল।

English summary
Mayawati will not contest Uttar Pradesh assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X