For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতায় ফিরছে বিজেপি, ভাঙতে পারে দল, আশঙ্কায় আগে থেকেই বার্তা BSP সুপ্রিমো মায়াবতীর

ক্ষমতায় ফিরছে বিজেপি, ভাঙতে পারে দল, আশঙ্কায় আগে থেকেই বার্তা BSP সুপ্রিমো মায়াবতীর

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে ফের সরকার গড়ছে বিজেপি। যোগী ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। উৎসবের হোলি শুরু হয়ে গিয়েছে উত্তর প্রদেশে। এরই মধ্যে আবার নতুন রাজনৈতিক টানা পোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। ঘোড়া কেনাবেচার আশঙ্কা প্রকাশ করছেন তিনি। সেকারণে দলের নেতাদের পার্টির প্রতি সৎ থাকার বার্তা দিয়েছেন তিনি।

উত্তর প্রদেশ ফের বিজেপির দখলে

উত্তর প্রদেশ ফের বিজেপির দখলে

বুথ ফেরত সমীক্ষা সত্যি করেই ফের উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরছে বিজেপি। গতকাল সকাল থেকে ট্রেন্ড সেদিকেই এগোচ্ছিল। একের পর এক আসনে এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৭৩টি। ৩০০ আসনের টার্গেট নিয়েছিল যোগীরা। সেই লক্ষ্যে পৌঁছতে না পারলেও অনেকটাই এগিয়েছে তারা। ফলে আর কোনও দলের সাহায্য না নিয়েই একক ভাবে উত্তর প্রদেশে সরকার গড়তে চলেছে বিজেপি।

ভোট ধরে রেখেছে বিএসপি

ভোট ধরে রেখেছে বিএসপি

উত্তর প্রদেশের গেরুয়া ঝড়ের মধ্যেও কিন্তু নিজেদের ৫ শতাংশ ভোট ধরে রেখেছে বিএসপি। মায়াবতী গতকাল ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর জানিয়েছিলেন মুসলিম ভোটাররা বিজেপির তুলনায় তাঁদের বেশি সমর্থন দিয়েছেন। যদিও ভোটের আগে উত্তর প্রদেশে সরকার গড়বেন বলে দাবি করেছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। দলিত ভোট ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন তিনি। কিছুটা সফলও হয়েছেন। গেরুয়া ঝড়ের মধ্যে নিজের ৫ শতাংশ ভোট কিন্তু ধরে রেখেছে বিএসপি।

দলীয় নেতাদের বার্তা

দলীয় নেতাদের বার্তা

বিজেপি ২৭৩ আসনে জিতেছে। আর সমাজবাদী পার্টি এবং জোট পেয়েছে ১২৫টি আসন। কাজেই একটা ঘোড়া কেনাবেচার সম্ভাবনা তৈরি হতে পারে। বিজেপির বিপুল জয় ২০২৪-র লোকসভা ভোটে বিজেপির জয়ের দিকে ইঙ্গিত করতে শুরু করেছে। কাজেই এক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে ঘোড়া কেনাবেচার। আবার এমনও হতে পারে দলের নেতারা জয়ের আশায় এবং ক্ষমতা ধরে রাখতে বিজেপিতে যোগ দিতে পারেন। সেই আশঙ্কাতেই মায়াবতী আগে থেকেই দলের নেতাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন আগামী দিনে আশাকরি দলের নেতারা পার্টির প্রতি সততা বজায় রাখবেন।

সমাজবাদী পার্টিতে আস্থা মুসলিমদের

সমাজবাদী পার্টিতে আস্থা মুসলিমদের

ভোটের ফলাফল প্রকাশের পর মায়াবতী বলেছেন বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টির উপরেই রাজ্যের মুসলিম ভোটাররা বেশি আস্থা রেখেছে। বিএসপির তুলনায়। তবে ভোটের এই ফলাফলে তিনি আশাহত নন বলেও জানিয়েছেন বিএসপি নেত্রী। নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই তিনি এবং তাঁর দল চালিয়ে যাবে বলে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মায়াবতী। আর এই লড়াই তাঁদের ফের ক্ষমতায় নিয়ে আসবে বলে দাবি করেছেন মায়াবতী।

রাজ্য বাজেটে কী কী চমক থাকবে এবার, জনমুখী প্রকল্পের বরাদ্দে নজর রাজনৈতিক মহলেররাজ্য বাজেটে কী কী চমক থাকবে এবার, জনমুখী প্রকল্পের বরাদ্দে নজর রাজনৈতিক মহলের

English summary
BSP Supremo appeals to Party cader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X