For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাজ বব্বরকে যেখানে পাবো জুতো পেটা করব ', BSP-এর গুড্ডু পণ্ডিতের হুঙ্কার উত্তরপ্রদেশের মাটিতে

উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির অন্যতম নাম বিএসপির নেতা তথা এলাকার প্রার্থী ভগবান শর্মা। যদিও এলাকার মানুষের কাছে তাঁর পরিচিতি গুড্ডু পণ্ডিত হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির অন্যতম নাম বিএসপির নেতা তথা এলাকার প্রার্থী ভগবান শর্মা। যদিও এলাকার মানুষের কাছে তাঁর পরিচিতি গুড্ডু পণ্ডিত হিসাবে। আর বিএসপির এই দাপুটে নেতা এবার তোপ দেগেছেন কংগ্রেসের রাজ বব্বরের দিকে।

গুড্ডু পণ্ডিতের হুমকি

গুড্ডু পণ্ডিতের দাবি, যদি রাজ বব্বর বা তাঁর সহযোগীরা কোনওভাবে মিথ্যা প্রচার শুরু করেন তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না। ভোজপুরী হিন্দির টান নিয়ে গুড্ডু পণ্ডিতের দাবি, যেখানে তিনি রাজ বব্বরকে পাবেন সেখানে জুতো পেটা করবেন। এখানেই শেষ নয়। রাজ বব্বরের সহযোগী ও সমর্থকদের 'কুকুর' বলেও এদিন সম্বোধন করেন গুড্ডু পণ্ডিত। গোটা বক্তব্যের ভিডিও এদিন প্রকাশ্যে এসেছে।

রাজ বব্বরের দাবি

এদিকে গোটা বিষয়টি নিয়ে রাজ বব্বর বলেছেন,'ওঁর অভিভাবকরা যদি ওনাকে শুধরে দিতে না পারেন, আমি কে ওনাকে শোধরাবার?'

[আরও পড়ুন: মুসলিম মহিলাদের মসজিদে এন্ট্রি মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের][আরও পড়ুন: মুসলিম মহিলাদের মসজিদে এন্ট্রি মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের]

গুড্ডু পণ্ডিত কে?

গুড্ডু পণ্ডিত কে?

ভোট উত্তেজনার মধ্যে মোট ৪ বার নির্বাচনী বিধি ভাঙার জন্য ইতিমধ্যেই আটক হয়েছেন গুড্ডু পণ্ডিত। এর আগে তিনি সমাজবাদী পার্টিতে ছিলেন। তবে , সেখানে পার্টি লাইনের বাইরে গিয়ে মন্তব্যের জন্য তিনি বহিষ্কৃত হন। পরে তিনি যোগ দেন বিএসপিতে। তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধের মামলাও চলছে।

[আরও পড়ুন: মমতা আর সততার প্রতীক নন! ডেলোর বৈঠক নিয়ে মমতার বিরুদ্ধে ফের বিস্ফোরক মুকুল রায়][আরও পড়ুন: মমতা আর সততার প্রতীক নন! ডেলোর বৈঠক নিয়ে মমতার বিরুদ্ধে ফের বিস্ফোরক মুকুল রায়]

[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]

English summary
BSP leader says he wil thrash Raj babbar and his supportres with shoes .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X