For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী জোট ছিন্নভিন্ন করতে ছক অমিতের! রাহুলের শিবিরে ভাঙন ধরাতে 'নেত্রী'কে প্রস্তাব

কাঁসিরামকে ভারতরত্ন দিয়ে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকে কাছে টানতে চায় বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে কথাও শুরু হয়েছে মায়াবতীর দলের সঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

কাঁসিরামকে ভারতরত্ন দিয়ে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকে কাছে টানতে চায় বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে কথাও শুরু হয়েছে মায়াবতীর দলের সঙ্গে। মায়াবতীর ঘনিষ্ঠ অনুগামী তথা রাজ্যসভার সদস্য সতীশ মিশ্রের সঙ্গে কথা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এছাড়াও তাজ করিডোর মামলা, মায়াবতীর ভাইয়ের বিরুদ্ধে চলা মামলাও দুপক্ষের আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

বিরোধী জোট ছিন্নভিন্ন করতে ছক অমিতের! রাহুলের শিবিরে ভাঙন ধরাতে নেত্রীকে প্রস্তাব

উত্তর প্রদেশে জোট বেধেছেন অখিলেশ, মায়াবতী, রাহুল। জোটের পারফরমেন্সে চাপে পড়েছে বিজেপি। তাই সেই জোট ছিন্নভিন্ন করতে অমিত শাহের কৌশল মতো আলোচনা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
প্রথম প্রস্তাব অনুযায়ী, বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কাঁসিরামকে ভারতরত্ন দেওয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনায় হয়েছে বিএসপির রাজ্যসভার সদস্য সতীশ মিশ্রের সঙ্গে। তিনি বলেছেন, মোদী সরকার যদি কাঁসিরামকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নেয় তাকে স্বাগত জানাবে বিএসপি।
দ্বিতীয়ত মায়াবতীর বিরুদ্ধেও চলছে তাজ করিডোর এবং হিসেব বহির্ভূত আয়ের মতো মামলা। প্রয়োজনে সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে সূত্রের খবর।
তৃতীয়ত, মায়াবতীর ভাইয়ের বিরুদ্ধে ইডি এবং সিবিআই-এর মামলা চলছে, প্রয়োজনে সেই মামলা নিয়েও আলোচনা চলতে পারে বলে সূত্রের খবর।
অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী বিজেপি চাইছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ের নির্বাচনে একা লড়াই করুক বিএসপি। তাতে বেশি ভোট পাবে বিএসপি। আসন সংখ্যাও বেড়ে যেতে পারে। জাতীয় দলের মর্যাদা পেতেও যা কাজে লাগতে পারে।

তবে মায়াবতীও সুযোগ ব্যবহারের নেমে পড়েছেন বলে জানা গিয়েছে। একদিকে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের জন্য যেমন বেশি আসন তিনি দাবি করছেন অখিলেশ-কংগ্রেসের কাছে, অন্যদিকে বিজেপির সঙ্গে দর কষাকষিও বজায় রেখেছেন তিনি।
রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট গড়তে অনেক বেশি আসন দাবি করছেন বলেও সূত্রের খবর। তবে এইসব রাজ্যের কংগ্রেস নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।

English summary
BSP leader Mayawati is allegedly playing double game with BJP and Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X