For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার মুখে বিজেপির শক্তিবৃদ্ধি, রাহুলের কেন্দ্রে ভাঙল মায়াবতীর দল

লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের সপা-বসপার বিরোধী জোটে ভাঙন ধরাল বিজেপি। মায়াবতীর দলের বিধায়ক চন্দ্রপ্রকাশ মিশ্র বিএসপি ছেড়ে যোগদান করেন বিজেপিতে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের মুখে উত্তরপ্রদেশের সপা-বসপার বিরোধী জোটে ভাঙন ধরাল বিজেপি। মায়াবতীর দলের বিধায়ক চন্দ্রপ্রকাশ মিশ্র বিএসপি ছেড়ে যোগদান করেন বিজেপিতে। বুধবার কেন্দ্রীয়মন্ত্রী জেপি নাড্ডা ও স্মৃতি ইরানির উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, মোদীর নেতৃত্বে সার্বিক উন্নয়ন দেখেই তিনি বিজেপিতে যোগ দিলেন।

লোকসভার আগে মায়াবতীর দলের বিধায়কের যোগদান বিজেপিতে, রাহুলের কেন্দ্রে শক্তিবৃদ্ধি

সদ্য দলত্যাগী চন্দ্রপ্রকাশ মিশ্র বলেন, আমেঠিতে গত পাঁচ বছরে প্রভূত উন্নয়ন হয়েছে। সবই হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে।সেইসব দেখেই তিনি মনে করেছেন বিজেপিই একমাত্র দল, যেখান গিয়ে মানুষের সেবা করা যায়। এদিন স্মৃতি ইরানি তাঁকে স্বাগত জানিয়েছেন বিজেপিতে।

লোকসভা ভোটের আগে বিরোধী দলের বিধায়কের যোগদানে রাহুল গান্ধীর কেন্দ্রে শক্তি বাড়ল বিজেপির। চন্দ্রপ্রকাশ শর্মা ২০০৪ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিএসপি প্রার্থী হয়েছিলেন। সেবার তিনি ১৬.৮৫ শতাংশ ভোট পেয়েছিলেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে তিনি দ্বিতীয় হয়েছিলেন।

[আরও পড়ুন:বারাণসীতে মোদীর নামের টি-শার্ট পরে প্রিয়ঙ্কার সভায় তরুণী! ঘটে গেল চাঞ্চল্যকর কাণ্ড ][আরও পড়ুন:বারাণসীতে মোদীর নামের টি-শার্ট পরে প্রিয়ঙ্কার সভায় তরুণী! ঘটে গেল চাঞ্চল্যকর কাণ্ড ]

এখন দেখার তাঁকে বিজেপিতে প্রার্থী করা হয় কি না। রাহুল গান্ধীর বিরুদ্ধে গতবার বিজেপির প্রার্থী হয়েছিলেন স্মৃতি ইরানি। এবারও তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে চন্দ্রপ্রকাশ মিশ্রের যোগদানের পর বিজেপি ফের আলাদা অঙ্ক কষতে পারে। স্মৃতি ইরানিকে অন্য কোনও নিরাপদ আসন দেওয়া হতে পারে। সেক্ষেত্রে চন্দ্রপ্রকাশ মিশ্র প্রার্থী হতে পারেন আমেঠিতে।

[আরও পড়ুন: যোগ্য প্রার্থীর খোঁজে চলছে দর কষাকষি! দিলীপ বলছেন শেষ রাতেই হয় ওস্তাদের মার][আরও পড়ুন: যোগ্য প্রার্থীর খোঁজে চলছে দর কষাকষি! দিলীপ বলছেন শেষ রাতেই হয় ওস্তাদের মার]

[আরও পড়ুন:'তৃণমূল বলে এখানে কিছু নেই, অর্জুন সিং বিজেপি, মানে সব বিজেপি', স্বমহিমায় অর্জুন সিং][আরও পড়ুন:'তৃণমূল বলে এখানে কিছু নেই, অর্জুন সিং বিজেপি, মানে সব বিজেপি', স্বমহিমায় অর্জুন সিং]

English summary
BSP leader Chandraprakash Mishra joins Bharatiya Janata Party before Lok Sabha Election 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X