For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ারটেল, ভোডাফোন, জিও-র পর এবার শুল্ক বাড়ানোর ঘোষণা বিএসএনএল-এর

Google Oneindia Bengali News

এবার মোবাইল পরিষেবার ক্ষেত্রে শুল্ক বাড়াতে চলেছে সরকারের মালিকানাধীন বিএসএনএও। বিএসএনএল জানায় চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই নতুন এই শুল্ক ব্যবস্থা লাগু করা হবে। এর আগে বেসরকারি মোবাইল সংস্থাগুলিও তাদের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিল।

এয়ারটেল, ভোডাফোন, জিও-র পর এবার শুল্ক বাড়াচ্ছে বিএসএনএল

মোবাইল সংস্থাগুলির একযোগে শুল্ক বাড়ানোর পিছনে রয়েছে সুপ্রিমকোর্টের একটি রায়, যেখানে সংস্থাগুলিকে সরকারের থেকে নেওয়া ঋণ পরিশোধের জন্য তিন মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর জেরেই চাপে পড়েছে সংস্থাগুলির উপর। এবার সেই চাপ কমাতেই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি। সরকারের এই সংস্থাগুলি থেকে মোট ৯২ হাজার কোটি টাকা পাওয়ার কথা।

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও মঙ্গলবার জানিয়ে দেয়, জিও-র গ্রাহকদের ক্ষেত্রে ফোন করা এবং ইন্টারনেট পরিষেবা ব্যবহারের খরচ বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। এর আগে আগামী মাস থেকেই মোবাইলে ফোন কল এবং ইন্টারনেটের খরচ বাড়ানোর ঘোষণা করে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন, তারএকদিন পরেই এই বিবৃতি দেওয়া হয় জিও-র তরফে।

জিও-র তরফে বলা হয়েছে, শুল্ক নিয়ে আলোচনা শুরু করতে চলেছে টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, "অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থার মতোই, আমরাও সরকারের সঙ্গে কাজ করি এবং ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে ক্ষেত্রের ও পরিষেবার উন্নয়ন ঘটাতে সরকারি নিয়ন্ত্রণকারী সংস্থার নিয়মাবলী মেনে চলি। সেই মতোই আমরা পদক্ষেপ গ্রহণ করি, তার মধ্যেই রয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুল্ক বাড়ানোর বিষয়টি।"

এর আগে লোকশানে চলা ভোডাফোন আইডিয়ার তরফে বিবৃতি জারি করে বলা হয়, গ্রাহকদের বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতা উপভোগ অব্যাহত রাখতে, সংস্থা বাধ্য হয়েই শুল্ক বাড়াচ্ছে। তবে সংস্থা অবশ্য প্রস্তাবিত শুল্ক বৃদ্ধির পরিমাণ বা বিবরণ এখনও প্রকাশ করেনি। সুতরাং চার্জ কতটা বাড়ছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

English summary
bsnl to hike tariffs from december after airtel, vodafone, jio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X