For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, দেশ জুড়ে অনশন ধর্মঘটের ডাক বিএসএনএল-এর

মোদী সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, দেশ জুড়ে অনশন ধর্মঘটের ডাক বিএসএনএল-এর

  • |
Google Oneindia Bengali News

সোমবার দেশ জুড়ে টেলিকম ধর্মঘটের ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ত বিএসএনএল-এর কর্মীরা। সরকারের ঘোষিত ৬৯০০০ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্প কার্য করতে বিলম্বের অভিযোগে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বিএসওএনএল-এ ধর্মঘটের ডাক

বিএসওএনএল-এ ধর্মঘটের ডাক

কর্মী সংগঠন এইউএবি-র তরফ থেকে জানানো হয়েছে, বিএসএনএ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ২৪ ফেব্রুয়ারি। বিএসএনএল-এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার পুনরুজ্জীবন প্রকল্প দ্রুত কার্যকর করার পাশাপিশ কর্মচারীদের অভিযোগের নিষ্পত্তি করার দাবিতেই এই অনশন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মী সংগঠন।

 অক্টোবরে কেন্দ্র দিয়েছিল পুনরুজ্জীবন প্রকল্প

অক্টোবরে কেন্দ্র দিয়েছিল পুনরুজ্জীবন প্রকল্প

২০১৯-এর অক্টোবরে কেন্দ্রের তরফ থেকে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল-এর জন্য ৬৮,৭৫১ কোটি টাকার পুনরুজ্জীবন প্রকল্প অনুমোদন করেছিল মোদী সরকার। এর মধ্যে রয়েছে ৪জি স্পেকট্রাম এবং কর্মীদের ভিআরএস-এর জন্য খরচ। এমটিএনএল-এর সঙ্গে সংযুক্তির বিষয়টিও ছিল এর মধ্যে।

 শুধু মাত্র হয়েছে কর্মীদের ভিআরএস-এর কাজ

শুধু মাত্র হয়েছে কর্মীদের ভিআরএস-এর কাজ

কর্মী সংগঠন জানিয়েছে, কেন্দ্রের দেওয়া প্রস্তাবের মধ্যে শুধুমাত্র ৭৮,৫৬৯ জন কর্মীর ভিআরএস-এর কাজ সম্পূর্ণ করতে পেরেছে কেন্দ্র। কিন্তু এরপর প্রায় চার মাস কেটে গেলেও ফোর জি স্পেকট্রাম দেওয়া হয়নি বিএসএনএলকে। এছাড়াওো সরকার বিএসএনএলকে গ্যারান্টি না দেওয়ার তারা বাজার থেকে ৮,৫০০ কোটি টাকা তুলতে পারেনি। কর্মীরা জানিয়েছেন, সরকার প্রতিশ্রুতি দিলেও, বিএসএনএল-এর ফোর জি পরিষেবা এবছর শেষে আগে হবে না।

কর্মীরা ঠিক সময়ে মাইনে পাচ্ছেন না

কর্মীরা ঠিক সময়ে মাইনে পাচ্ছেন না

কর্মী সংগঠনের আরও অভিযোগ, রিলিফ প্যারেট ঘোষণা সত্ত্বেও বিএসএনএল কর্মীরা সঠিক সময়ে মাইনে পাচ্ছেন না। গত ১০ মাস ধরে দেওয়া হয়নি চুক্তি ভিত্তিক শ্রমিকদের মাইনে।

English summary
BSNL employees will go for nation wide hunger strike on 24 February due to delay in relief package. In Cvtober 2019, Centre approved Rs 68, 751 crore revival package.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X