For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেজ বাহাদুরের ভিডিওর জের, বদলি সেই ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার

বিএসএফের খাবারের মান ও দুর্নীতি নিয়ে জওয়ান তেজ বাহাদুরের চর্চিত ভিডিও যা তিনি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তার জেরে এবার বদলি হতে হল সেই ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারকে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২০ জানুয়ারি : বিএসএফের খাবারের মান ও দুর্নীতি নিয়ে জওয়ান তেজ বাহাদুরের চর্চিত ভিডিও যা তিনি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তার জেরে এবার বদলি হতে হল সেই ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারকে।[অভাব-অভিযোগ জানাতে নতুন অ্যাপ আসছে ভারতীয় সেনাবাহিনীর জন্য]

তেজ বাহাদুর সীমান্তে বিএসএফের ক্যাম্পে কাজ করছিলেন। সেখানে নিম্নমানের খাবারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একটি ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেন। জানা গিয়েছে, ২৯ নম্বর ব্যাটেলিয়ন, যেখানে তেজ বাহাদুর কর্মরত ছিলেন, তার কম্যান্ডিং অফিসারকে ত্রিপুরায় বদলি করে দেওয়া হয়েছে। দিল্লির বিএসএফ হেড কোয়ার্টার থেকে নির্দেশ আসার পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

তেজ বাহাদুরের ভিডিওর জের, বদলি সেই ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার

বলা হয়েছে, তদন্ত এখনও চলছে। তবে জম্মু ও কাশ্মীরের সীমান্তে বিএসএফের ২৯ নম্বর ব্যাটেলিয়নে কাজ করা জওয়ান তেজ বাহাদুরের অভিযোগের ভিত্তিতে কম্যান্ডিং অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে।[অর্ধেক দামে রেশনের সামগ্রী বেচে দেন বিএসএফের ক্যাম্প অফিসাররা!]

আরও বলা হয়েছে, তদন্ত যাতে স্বচ্ছ্ব হয়, কোনওভাবে প্রভাবিত না হয়, সেজন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এই কম্যান্ডিং অফিসাররাই ব্যাটেলিয়নে রেশন ব্যবস্থা সহ জওয়ানদের সমস্তরকম সুযোগ-সুবিধা দেখার দায়িত্বে থাকেন। এর পাশাপাশি জওয়ানদের জন্য যেসমস্ত খাবার ও জিনিসপত্র দেওয়া হয় তা ঠিকমতো পৌঁছনো, মজুত ও জওয়ানের হাত পর্যন্ত যাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।[বাংলায় সবচেয়ে বেশি রয়েছে আইএসআই লিঙ্কম্যান? ইঙ্গিত কেন্দ্রীয় রিপোর্টে]

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রীর দফতরকে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে জানিয়েছে, সার্বিকভাবে বিএসএফের রিপোর্ট হল, জওয়ানদের মধ্যে খাবার নিয়ে কোনও অভিযোগ নেই। এমনকী সেনা পোস্টগুলিতে রেশনের কোনও খামতি নেই বলেও জানানো হয়েছে।

সূত্রের খবর, এরপরে প্রধানমন্ত্রীর দফতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রকে নির্দেশ দেওয়া হয় যাতে জওয়ানদের সমস্ত অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এবং তা সমাধানে উচিত পদক্ষেপ করা হয়।

English summary
The Commanding Officer and the deputy of a battalion whose jawan Tej Bahadur Yadav had alleged that poor quality food was being given to troops posted along the border have been transferred by the Border Security Force or BSF.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X