For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে রাতের অন্ধকারে ভারত-পাক সীমান্তে ফের দেখা গেল ড্রোন! মুহূর্তে বিএসএফের কড়া পদক্ষেপ

কাশ্মীরে রাতের অন্ধকারে ভারত-পাক সীমান্তে ফের ড্রোন! মুহূর্তে বিএসএফের কড়া পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

গভীর রাতে ফের একবার ড্রোনের আনাগোনা। আর এমন ঘটনা এবার ঘটল ভারত -পাকিস্তান সীমান্তে। ঘটনাস্থল জম্মু। উপত্যকায় এবার সন্দেহজনক ড্রোনের দেখা মিলতেই তা মুহূর্তে গুলি করে নামিয়ে দেয় বিএসএফ এর বাহিনী। তবে থেকে গিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন।

কোন এলাকায় দেখা গিয়েছে ড্রোন?

কোন এলাকায় দেখা গিয়েছে ড্রোন?

জম্মুর আরনিয়া এলাকায় দেখা গিয়েছে এই ড্রোন। .গভীর রাতের অন্ধকারে পাকিস্তান সীমান্তে এই ড্রোন কোন এলাকা থেকে উড়ে এসেছে তা নিয়ে তদন্ত চলছে। তবে ড্রোনে কোনও ক্যামেরা ছিল না বলে খবর।

ড্রোন ও পাঞ্জাবের অস্ত্র বর্ষণ

ড্রোন ও পাঞ্জাবের অস্ত্র বর্ষণ

এর আগে, পাঞ্জাবে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গত সেপ্টেম্বর মাসে একের পর এক ড্রোন উড়তে দেখা যায়। প্রথম ড্রোনটি থেকে অস্ত্র বর্ষণ হয় বলে খবর ছিল। যা ঘিরে ফের একবার পাঞ্জাবে খালিস্তানি আন্দোলনের আশঙ্কা ইস্যু উস্কে যায়।

রাতের অন্ধকার ও ড্রোন

রাতের অন্ধকার ও ড্রোন

পাঞ্জাবের সীমান্ত এলাকার গ্রামে এমন পাকিস্তানি ড্রোন দেখা যেতে শুরু করে গত বছর থেকেই। পাঞ্জাবা সীমান্তের হাজারসিং ওয়ালা ও তেন্ডিওালা গ্রামের বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারেই এই ড্রোন তাঁদের গ্রামের আকাশে আসতে থাকে। যা নিয়ে কড়া ব্যবস্থা নেয় পাঞ্জাব সরকার। পাঞ্জাবে নির্দেশিকা জারি করে জানানো হয় যে, কোনও মতেই সেনা ছাউনির কাছে কোনও ড্রোন যেন দেখা না যায়। এরপর জম্মু সীমান্তে নতুন করে ড্রোনের আনাগোনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

সিএএ-র প্রচারে সমর্থনের 'বড়' পরিসংখ্যান! নাসিরুদ্দিন শাহদের শরীর রয়েছে ভারতে, আক্রমণ সায়ন্তনেরসিএএ-র প্রচারে সমর্থনের 'বড়' পরিসংখ্যান! নাসিরুদ্দিন শাহদের শরীর রয়েছে ভারতে, আক্রমণ সায়ন্তনের

English summary
BSF shoots down Pakistan's drone along international border in Jammu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X