For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল, ত্রিপুরায় রোহিঙ্গাদের ফেরত পাঠাল বিএসএফ

ত্রিপুরা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল বিএসএফ, তবে তাদের গ্রেফতার না করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা সীমান্ত দিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল বিএসএফ। তবে তাদের গ্রেফতার না করে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। রোহিঙ্গাদের চিহ্নিত করতে টাস্কফোর্সও গঠন করা হয়েছে। এদিকে ত্রিপুরা- বাংলাদেশ সীমান্তেও বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখান দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে পারে। সেই জায়গাগুলিতে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল, ত্রিপুরায় রোহিঙ্গাদের ফেরত পাঠাল বিএসএফ

বিএসএফ-এর এক কর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত ত্রিপুরা ও অসম থেকে ১৫ থেকে ২০জন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে। মূলত ভাষা বাংলা হলেও তাদের কথা বলার ধরন দেখেই রোহিঙ্গাদের চিহ্নিত করা হচ্ছে। ধৃত রোহিঙ্গাদের ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। চলতি মাসেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশিকা জারি করেছে অসম ও মণিপুর সরকারও।

রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল, ত্রিপুরায় রোহিঙ্গাদের ফেরত পাঠাল বিএসএফ

এদিকে রোহিঙ্গা ইস্যু এখনও সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। কেন্দ্রীয় সরকার অবশ্য স্পষ্টই জানিয়ে দিয়েছে, রোহিঙ্গা উদ্ভাস্তুরা রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তাদের আশ্রয় দেওয়া হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্টই জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গারা এদেশে শরণার্থী হিসেবে নয়, বেআইনিভাবে বসবাস করছে। তাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর পক্ষেই সওয়াল করেছেন রাজনাথ সিং। তবে কেন্দ্রের এই অবস্থানের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সংগঠন সরব হয়েছে। এমনকী বিজেপি সাংসদ বরুণ গান্ধীও রোহিঙ্গাদের হয়েই কথা বলায় বিজেপির অস্বস্তি বেড়েছে।

English summary
Atleast 4 Rohingyas sent back by BSF in Tripura- Bangladesh Border, more than 50 spots identified from where Rohingyas could possibly infiltrate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X