For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কিত বিএসএফ জওয়ান তেজবাহাদুরের আগাম অবসরের আর্জি খারিজ

বিতর্কিত বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবের আগাম অবসরের আবেদন খারিজ করা হল। বিএসএফ-এর তরফে জানানো হয়, তেজবাহাদুরের বিরুদ্ধে সেনার নিয়ম অবমাননা মূলক, এক অভ্যন্তরীণ তদন্ত এখনও বাকি রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : সেনা ক্যাম্পে খারাপ মানের খাবার দেওয়া হয়, এই অভিযোগ সহ একাধিক বক্তব্য নিয়ে কিছুদিন আগেই একটি ভিডিও সোস্যাল মিডিয়াতে পোস্ট করেন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। এবার সেই তেজবাহাদুর যাদবের আগাম অবসরের আবেদন খারিজ করল বিএসফ।[তেজ বাহাদুরের ভিডিওর জের, বদলি সেই ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার]

বিএসএফ-এর তরফে জানানো হয়, তেজবাহাদুরের বিরুদ্ধে সেনার নিয়ম অবমাননা মূলক, এক অভ্যন্তরীণ তদন্ত এখনও বাকি রয়েছে । তাই তাঁর আগাম অবসরের আবেদন খারিজ করা হয়।[অভাব-অভিযোগ জানাতে নতুন অ্যাপ আসছে ভারতীয় সেনাবাহিনীর জন্য]

বিতর্কিত বিএসএফ জওয়ান তেজবাহাদুরের আগাম অবসরের আর্জি খারিজ

এদিকে বিএসএফ জাওয়ান তেজবাহাদুরের স্ত্রী শর্মিলা যাদব অভিযোগ করেন তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। শর্মিলার বক্তব্য, ফোনে স্বামী তেজবাহাদুর শর্মিলাকে বলেন, তাঁকে ভারতীয় সেনা থেকে অবসর নেওয়ার জন্য বলা হয়ে। তরপর ঘণ্টাখানেকের মধ্যেই তা বাতিল করে তেজবাহাদুর কে গ্রেফতার করা হয় বলে দাবি করেন তেজবাহাদুরের স্ত্রী শর্মিলা। যদিও বিএসএফ-এর তরফে তেজবাহাদুরের গ্রেফতারির খবর নসাৎ করা হয়।[অর্ধেক দামে রেশনের সামগ্রী বেচে দেন বিএসএফের ক্যাম্প অফিসাররা!, অভিযোগ এক সেনারই]

এর আগে, সেনা ক্যাম্পে খারাপ মানের খাবার দেওয়ার অভিযোগ সমেত ভারতীয় সেনার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে এক ভিডিও পোস্ট করেন তেজবাহাদুর। 'ভাইরাল ' সেই ভিডিও নিয়ে তোলপাড় হয় গোটা দেশ।["একটা পোড়া রুটি, এক গ্লাস চা, ক্যাম্পে খাবার এমনটাই", বিএসএফ জওয়ানের অভিযোগের ভিডিও ভাইরাল]
সেঘটনায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেনার উদ্দেশ্য কড়া বার্তা দেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। আর তারপরই তেজবাহাদুরের বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারতীয় সেনা।

English summary
BSF has rejected constable Tej Bahadur Yadav’s application seeking voluntary retirement saying a court of inquiry is pending against him for alleged indiscipline over uploading videos on social media showing “substandard food” being served to jawans. Yadav’s wife, meanwhile, claimed he had been arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X