For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গুজরাট সীমান্তে জঙ্গি তৎপরতা, হারামি নালায় উদ্ধার পাক ম‌ৎস্যজীবীদের নৌকা

কাশ্মীর দিয়ে অনুপ্রবেশ করতে না পেরে পাক জঙ্গিরা এবার বেছে নিয়েছে গুজরাট সীমান্তকে। ফের হারামি নালায় শুরু হয়েছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা।

Google Oneindia Bengali News

কাশ্মীর দিয়ে অনুপ্রবেশ করতে না পেরে পাক জঙ্গিরা এবার বেছে নিয়েছে গুজরাট সীমান্তকে। ফের হারামি নালায় শুরু হয়েছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। বিএসএফের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে গুজরাটের কচ্ছের কাছে হারামি নালায় উদ্ধার হয়েছে পাক মৎস্যজীবীদের নৌকা। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ পাক মৎস্যজীবীদের পাঁচটি নৌকা পরিত্যক্ত অবস্থায় হারামি নালায় পড়ে থাকতে দেখা গিয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ।

ফের গুজরাট সীমান্তে জঙ্গি তৎপরতা

তার পরে কচ্ছ উপকূলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতে জোর তল্লাশি শুরু করেছে বাহিনী।

তবে এই প্রথম নয় গত কয়েক মাস ধরেই একাধিক পাকিস্তানি মৎস্যজীবীদের পরিত্যক্ত নৌকা এই হারামি নালা থেকে পাওয়া যাচ্ছে। একের পর এক এক এই ঘটনা ঘুম উড়িয়েছে বিএসএফের‌। কয়েক মাস আগে পর্যন্ত গোয়েন্দারা সতর্ক করেছিল হারামি নালা দিয়ে পাকিস্তান থেকে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।

তারপরই এই এলাকায় নিরাপত্তা জোরদার করেছিল বাহিনী। কিন্তু একের পর এক পাক মৎস্যজীবীদের পরিত্যক্ত নৌকা উদ্ধার হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। যে নোকাগুলি উদ্ধার হয়েছে গুলির সবকটির একটি ইঞ্জিন বলে জানিয়েছেন জওয়ানরা। তার পরেই সীমান্তবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

English summary
BSF has seized five abandoned Pakistani fishing boats in the Harami Nala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X