For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে জঙ্গি ঢোকাতে গত ১১ দিনে ৬০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

বিএসএফ সূত্রে খবর, গত ১৯ অক্টোবর থেকে লাগাতার এই ঘটনা ঘটিয়ে চলেছে পাকিস্তান। ভারতও পাল্টা জবাব দেওয়ায় ১৫জন পাকিস্তানি সেনা ও কয়েকজন আম পাকিস্তানি নাগরিক মারা গিয়েছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ১ নভেম্বর : প্রায় দু'সপ্তাহেরও কম সময়ে, মাত্র ১১ দিনে অন্ততপক্ষে ৬০ বার পাকিস্তান সেনা সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রচুর পরিমাণে গোলাগুলি ছুঁড়েছে। আর তা করেছে শুধুমাত্র সীমান্ত দিয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদী অস্ত্রশস্ত্র সমেত এদেশে ঢোকার সুযোগ করে দিতে। [কীভাবে গোপনে প্রতিরক্ষার গোপন তথ্য পাচার করত পাক চরেরা, জানলেন গোয়েন্দারা]

বিএসএফ সূত্রে খবর, গত ১৯ অক্টোবর থেকে লাগাতার এই ঘটনা ঘটিয়ে চলেছে পাকিস্তান। ভারতও পাল্টা জবাব দেওয়ায় ১৫জন পাকিস্তানি সেনা ও কয়েকজন আম পাকিস্তানি নাগরিক মারা গিয়েছে। [পাকিস্তানি চর মেহমুদ আখতার সম্পর্কে এই তথ্যগুলি জেনে নিন একনজরে]

গত ১১ দিনে ৬০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

পাকিস্তানের হামলার জবাবে ভারতের সীমান্তরক্ষীবাহিনী ৩ হাজার বেশি দূরত্বের মর্টার শেল ছুঁড়েছে। যা ৫-৬ কিলোমিটার দূরে নিশানাকেও আঘাত করতে পারে। এছাড়া কম দূরত্বের ২ হাজার মর্টার শেলও ফাটানো হয়েছে যা এক কিলোমিটারের মধ্যের নিশানায় আঘাত হানতে সক্ষম। [উরি হামলার দায় স্বীকার করে পাকিস্তানে 'খুল্লামখুল্লা' প্রচার লস্কর-ই-তৈবার!]

এর পাশাপাশি পাকিস্তানকে কড়া জবাব দিতে ৩৫ হাজার বুলেটও খরচ করেছে ভারতীয় সেনা। এমএমজি, এলএমজি ও রাইফেলে ভরে এই বুলেট ছোঁড়া হয়েছে। বিএসএফ সূত্রে খবর, বেশি দূরত্বের শেল পাকিস্তানি রেঞ্জার্সদের পোস্ট গুড়িয়ে দিতে ও ছোট দূরত্বের শেল সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে কাজে লাগানো হয়েছে। [কাশ্মীরে গোলমাল বাঁধানোর পিছনে শুধু পাকিস্তান নয়, রয়েছে অন্য একটি দেশও]

সবচেয়ে বেশি গোলাগুলি চলেছে রাতে জম্মু সেক্টরে। সেখানে পাকিস্তানি সেনা জঙ্গিদের এদেশে প্রবেশ করাতে সাহায্য করছে খবর পেয়েই ভারত পাল্টা জবাব দিয়েছে। দু'পক্ষের এই গোলাগুলিতে গত ১১ দিনে তিন বিএসএফ জওয়ান শহিদ হয়েছেন। পাকিস্তান মোট ৬০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও সেনা সূত্রে জানা গিয়েছে।

সেপ্টেম্বর মাসের শেষে পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পর থেকেই সীমান্তে গোলাগুলি ছুঁড়ছে পাকিস্তান। সামনেই শীতের মরশুম থাকায় সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলেও জানা গিয়েছে।

English summary
BSF fires 5,000 mortar shells, 35,000 bullets in 11 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X