For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচারে রাশ টানতে বিএসএফ অতিরিক্ত বাহিনী মোতায়েন করল ইন্দো–বাংলাদেশ সীমান্তে

গরু পাচারে রাশ টানতে বিএসএফ অতিরিক্ত বাহিনী মোতায়েন করল ইন্দো–বাংলাদেশ সীমান্তে

Google Oneindia Bengali News

গরু–পাচার রোধে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করল বিএসএফ। চলতি মাসে ভারত–বাংলাদেশ সীমান্তে বাড়তে থাকা গরু সপাচার চিন্তায় ফেলেছিল বিএসএফকে। সেই কারণে বিএসএফ দক্ষিণবঙ্গের সীমান্তে অস্ত্র, গ্যাজেট এবং সরঞ্জাম সহ অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় গরুর হাট বসছে দেখার পরই এই পদক্ষেপ করে বিএসএফ।

ইদ–উল–আজার আগে বেড়ে যায় গরু পাচার

ইদ–উল–আজার আগে বেড়ে যায় গরু পাচার

বিএসএফ (‌দক্ষিণবঙ্গ)‌-এর পক্ষ থেকে বলা হয়, প্রত্যেক বছর ইদ-উল-আজা উৎসবের আগে ভারত-বাংলাদের আন্তর্জাতিক সীমান্তে পশু পাচারের ঘটনা বেড়ে যায়। ৩১ জুলাই এ বছর বাংলাদেশে ইদ-উল-আজা পালন করা হবে।

 বাংলাদেশ সীমান্তে গবাদি পশুর হাট

বাংলাদেশ সীমান্তে গবাদি পশুর হাট

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় গবাদি পশুর হাটের লাইসেন্স প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। এই গবাদি পশুর হাটে অধিকাংশই গরু-মোষ পাচার হয়ে আসে ভারত থেকে। এখানে সেই গরুগুলি নিয়ে ব্যবসা করা হয়। বছরের এই সময় বাংলাদেশে গরুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে বড় আকারের মহিষ যা ভারতে ৫০ হাজার টাকায় উপলব্ধ, তার দাম বাংলাদেশে দেড় লক্ষ টাকাএবং বড় আকারের মোষের দাম ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিএসএফ।

মালদা ও মূর্শিদাবাদে অতিরিক্ত বাহিনী

মালদা ও মূর্শিদাবাদে অতিরিক্ত বাহিনী

বিএসএফ জানিয়েছে, মালদা ও মূর্শিদাবাদের নিমতিতা, হারুডাঙা, মদনঘাট, শোভাপুর সহ দুর্বল সীমান্ত আউটপোস্টে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদা ও বহরমপুর সেক্টরে ব্যাটেলিয়ান মোতায়েন করা হয় শুধুমাত্র আন্তঃসীমান্ত গবাদি পশু পাচারকে ব্যর্থ করার জন্য। ইদের আগে পশু পাচার রুখতে বিএসএফ নাইট ক্যামেরা বসিয়েছে এবং স্পীড বোটের মাধ্যমে নজরদারি চলছে। বিএসএফ তার সেনাদের অস্ত্র ব্যবহার না করার নির্দেশ দিলেও প্রয়োজনে তা ব্যবহার করতেস পারে তারা।

জোরদার নজরদারি চলছে

জোরদার নজরদারি চলছে

এ বছর বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের ১৬ জন সদস্য সীমান্তে অপরাধীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন। সীমান্ত অস্থায়ীভাবে বেড়া দিয়ে বন্ধ করা থাকলেও বেড়া সঠিকভাবে দেওয়া হয়নি। যার জন্য অবাধে গবাদি পশু পাচার চলছে। স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে বিএসএফ অভিযান চালাচ্ছে। সীমান্ত সংলগ্ন নদীর ঘাটগুলিতে অস্থায়ী তাঁবু বসানো হয়েছে বিএসএফের। এইসব নদীর মাধ্যমেই গবাদি পশু পাচার চলে।

তৃণমূলের কুঁড়েঘরে থাকা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলীপের! ১২ ঘরের মালিক 'স্বপ্নে বিভোর’তৃণমূলের কুঁড়েঘরে থাকা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলীপের! ১২ ঘরের মালিক 'স্বপ্নে বিভোর’

English summary
Additional troops were deployed at the Indo-Bangladesh border to curb cattle smuggling in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X