For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নাম বলার সময় উল্লেখ নেই 'মাননীয়' শব্দ! মমতার রাজ্যে কনস্টেবলকে শাস্তি

প্যারেডের সময় অসৌজন্যের অভিযোগ। প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করার সময় 'মাননীয়' শব্দ উল্লেখ না করায় বেতন কেটে শাস্তি দেওয়া হল বিএসএফ জওয়ানকে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার মাহাতপুরে।

  • |
Google Oneindia Bengali News

প্যারেডের সময় অসৌজন্যের অভিযোগ। প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করার সময় 'মাননীয়' শব্দ উল্লেখ না করায় বেতন কেটে শাস্তি দেওয়া হল বিএসএফ জওয়ানকে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়ার মাহাতপুরে বিএসএফ-এর ১৫ নং ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে।

মোদীর নাম বলার সময় উল্লেখ নেই 'মাননীয়' শব্দ! মমতার রাজ্যে কনস্টেবলকে শাস্তি

জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি প্যারেডে অংশ নিয়েছিলেন বিএসএফ-এর কনস্টেবল সঞ্জীব কুমার। সেখানে একটি রিপোর্ট দেওয়ার সময় তিনি 'মোদী প্রোগ্রাম' শব্দ দুটি উল্লেখ করেছিলেন। কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর কথা বলার আগে 'অনারেবল' কিংবা 'শ্রী' শব্দটি ছিল না। ফলে বাহিনীর তরফ থেকে ওই কনস্টেবলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ আনা হয়। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, কমান্ডান্ট অনুপলাল ভগত কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। বিএসএফ অ্যাক্টের ৪০ নম্বর ধারায় কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে বাহিনীর সদর দফতর থেকে ওই কনস্টেবলের সাত দিনের বেতন কাটার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

তবে কর্মরত বিএসএফ আধিকারিকদের অনেকেই বিষয়টিকে কঠোর এবং অযৌক্তিক বলে বর্ণনা করা হয়েছে। তবে বিএসএফের তরফে বিষয়টি নিয়ে কোনও কথা বলা হয়নি।

English summary
BSF Constable gets seven day pay cut after alleged disrespect to the Prime Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X