ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের ইন্টিগ্রেটেড চেক পয়েন্টে বাড়ছে মানবপাচার, দাবি গোয়েন্দা সূত্রে
ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পয়েন্টে (আইসিপি) মানবপাচারের অভিযোগ। এদিকে করোনা সংক্রমণের ভয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে রাজ্যে তথা দেশের অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্র পেট্রাপোল স্থলবন্দর। সূত্রের খবর, ২০১৮ সালে শুধুমাত্র বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ২১,৩৮০ কোটি টাকার বাণিজ্যিক লেনদেন হয়।

বর্তমানে গোয়েন্দা সূত্রে সেখানেই ইন্টিগ্রেটেড চেক পয়েন্টে মানবপাচারে কথা জানা যাচ্ছে। পাশাপাশি একই কতা জানিয়েছে বিএসএফও। করোনা প্রাদুর্ভাবের মাঝে দীর্ঘদিন এখানে বাণিজ্যিক লেদনদেন বন্ধ থাকার পর অবস্থা পুনরায় স্বাভাবিক হতে শুরু করলে বেশ কিছু মানবপাচারকারী দল আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে এই সমস্ত দলের লোকেরা মানব পাচারের জন্য নিত্যনতুন পদ্ধতির অবলম্বন করছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অনেকসময়েই পাচারকারীরা মালগাড়ির কামরার মাধ্যেমেও কাজ সারছে। বর্তমানে তাদের নতুন গতিবিধির কথা বিএসএফের তরফে ভারতীয় রেলকে জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে।
এদিকে ভারত-বাংলাদেশে সীমান্তে গত মাস থেকেই অবৈধ অনুপ্রবেসের পরিমাণও অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে। কয়েকদিন আগেই অবৈধ অনুপ্রবেশে এক বাংলাদেশি মহিলাকে সাহায্য করার অভিযোগে রাজ্যের এক সিভিক ভলান্টিয়ারকে পাকরাও করে বিএসএফ। সূত্রের খবর, গত ২০শে জুনেরপর থেকে পেট্রাপোল সীমান্ত লাগোয়া এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। বর্তমানে সীমান্তবর্তী এলাকার প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার এলাকায় নজরদারির দায়িত্ব রয়েছে বিএসএফের উপর।

রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে পদ থেকে সরানোর দাবি শান্তনুর