For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়েদুরাপ্পার হাতেই কর্নাটকের ভার, ফের ‘পরীক্ষা’য় বসতে হবে ৩১ জুলাইয়ের মধ্যেই

১৪ মাসেই তিনবার বদল হয়ে গেল কর্ণাটকের সরকার। কর্ণাটকে কুমারস্বামী সরকারের পতনের পর কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাম।

Google Oneindia Bengali News

১৪ মাসেই তিনবার বদল হয়ে গেল কর্ণাটকের সরকার। কর্ণাটকে কুমারস্বামী সরকারের পতনের পর কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার নাম। শুক্রবার তিনিই শপথ নিলেন নয়া মুখ্যমন্ত্রী হিসেবে। রাজ্যপাল বাজুভাই বালা তাঁকে শপথবাক্য পাঠ করান। ৩১ জুলাইয়ের মধ্যে তাঁকে তাঁর সরকারের উপর আস্থা প্রদর্শন করতে হবে।

ইয়েদুরাপ্পার হাতেই কর্নাটকের ভার, ফের ‘পরীক্ষা’য় বসতে হবে ৩১ জুলাইয়ের মধ্যেই

কর্নাটকে ১৪ মাস আগে গড়ে উঠেছিল কংগ্রেস-জেডিএস জোট সরকার। তার আগে অবশ্য কর্নাটক বিধানসভার সর্ববৃহৎ দল বিজেপিকে প্রথমে সরকার গড়তে ডাকা হয়েছিল। ইয়েদুরাপ্পাই গড়েছিলেন সরকার। তবে সেই সরকারের পতন ঘটে একদিনেই। তারপর কর্নাটকে পথ চলা শুরু করে কংগ্রেস-জেডিএস জোট সরকার।

১৪ মাসের চেষ্টায় কুমারস্বামীর পতন নিশ্চতিত করে ফের ইয়েদুরাপ্পা সরকার গঠন করতে চলেছেন। এরই মধ্যে দু-বার তিনি শপথ নিয়ে নিলেন। তবে একই টার্মে দ্বিতীয়বার শপথ নিলেও, তাঁর পক্ষেও স্থায়ী সরকার দেওয়া খুবই মুশকিল। বর্তমানে তাঁর হাতে একেবারে মাপসই সংখ্যা রয়েছে। ভোটাভুটির সময়ও যে তা থাকবে, নিশ্চিত নয়।

বর্তমান কর্নাটকের কুর্সিতে বসার লক্ষ্যে দ্বিতীয়বার শপথ নেলেও ইয়েদুরাপ্পাকে ৩১ জুলাইয়ের মধ্যে আস্থা দেখাতে হবে। তা না হলে ১৪ মাস আগের পরিস্থিতি ফের তৈরি হতে পারে। এখন ১৭ বিদ্রোহী বিধায়কের মধ্যে তিনজনকে বহিষ্কার করেছে স্পিকার। বাকি ১৪ জনের ভাগ্য নির্ধারণের পর ফের নতুন করে কর্ণাটকের ভাগ্য নির্ধারণ হবে।

English summary
BS Yedurappa oaths as next chief minister of Karnataka after Kumarswami. Kumarswami government end to run in 14 month,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X