For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে আজ হাইভোল্টেজ আস্থা ভোট! টানটান উত্তেজনায় ইয়েদুরাপ্পা বনাম কুমারস্বামী লড়াই

গত কয়েক সপ্তাহের চরম নাটকীয়তার পর কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোটের সরকারের পতন হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গত কয়েক সপ্তাহের চরম নাটকীয়তার পর কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোটের সরকারের পতন হয়েছে। এরপর বিজেপির তরফে সংখ্যা গরিষ্ঠার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নেন বিজেপির ইয়েদুরাপ্পা। এরপরই রাজনৈতিক উত্তেজনা আরও খাানিকটা উস্কে দিয়ে বিক্ষুব্ধ ১৪ জন বিধায়কের পদ খরিজ করে দেন সেখানের স্পিকার। ফলে আস্থা ভোটের আগে রীতিমতো জমজমাট হয়ে যায় পরিস্থিতি।

কর্ণাটকে আজ হাইভোল্টেজ আস্থা ভোট! টানটান উত্তেজনায় ইয়েদুরপ্পা বনাম কুমারস্বামী লড়াই

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেন ২৯ জুলাই সোমবার সকাল ১০ টায় তিনি আস্থা ভোট আয়োজিত হতে চলেছে কন্নড় বিধানসভায়। সেই মতো ২৯ জুলাই সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনায় ফুটছে গোটা কর্ণাটক। একদিকে বিজেপি শিবির ফের একবার কন্নড়ভূমের মসনদ দখল করতে উদ্যত। অন্যদিকে শেষ মুহূর্তেও রাজনৈতিক মাটিতে কামড় দিয়ে কূটনৈতিক বিষয় নিয়ে বিশেষ বৈঠকে বসেছে কংগ্রেস।

প্রসঙ্গত, এদিকে বিক্ষুব্ধ বিধায়করা স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, কর্ণাটকে ১৫ তম বিধানসভা ভেঙে যাওয়ায় বিক্ষুব্ধ বিধায়করা তাঁদের পদের দাবিদার নন বলে জানিয়ে তাঁদের পদ থেকে সরিয়েছেন স্পিকার। সবমিলিয়ে এমন এক পরিস্থিতিতে রীতিমতো কন্নড়ভূম।

English summary
Karnataka Chief Minister BS Yediyurappa is set to face a trust vote on the floor of the House on Monday. A day before the trust vote, the Bharatiya Janata Party (BJP) leader expressed confidence, saying he would prove majority with ease.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X