For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই ভাইয়ের আবেগঘন সাক্ষাত স্বাধীনতার পরে প্রথমবার, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

১৯৪৭ সালের দেশ ভাগ (Partition) বহু পরিবারকে বিচ্ছিন্ন করেছিল। যা এখনও তাঁরা বয়ে বেড়ান। এমনই এক পরিবারের দুই ভাইয়ের আবেগঘন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। সম্প্রতি দুই ভাই পঞ্জাবের (Punjab) কার্তারপুর (Kartarpur)

  • |
Google Oneindia Bengali News

১৯৪৭ সালের দেশ ভাগ (Partition) বহু পরিবারকে বিচ্ছিন্ন করেছিল। যা এখনও তাঁরা বয়ে বেড়ান। বাংলায় তো এক দেশে উঠোন তো আরেক দেশে বাড়ি। আর দেশের পশ্চিম অংশে এক পরিবারের দুই ভাইয়ের আবেগঘন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। সম্প্রতি দুই ভাই পঞ্জাবের (Punjab) কার্তারপুর (Kartarpur) করিডর (Corridor) দিয়ে মিলিত হয়েছিলেন স্বাধীনতার পরে প্রথমবার।

দেশ ভাগের সময় পরিবারও ভাগ

দেশ ভাগের সময় পরিবারও ভাগ

১৯৪৭-এ ভারত ভাগের সময় মহম্মদ সিদ্দিকি ছিলেন খুবই ছোট। সেই সময় পরিবারটি ভাগ হয়েছিল দেশভাগের সঙ্গে। তাঁর বড় ভাই হাবিব ওরফে শেলা ভারতের পঞ্জাবে থেকে গিয়েছিলেন। ৭৪ বছর পরে এবার দুইভাই কার্তারপুর করিডরের মাধ্যমে মিলিত হলেন। কার্তারপুর করিডর ভারতের পঞ্জাবের সঙ্গে পাকিস্তানের গুরুদোয়ারা দরবার সাহিবকে যুক্ত করেছে।

সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ছবি ভাইরাস

দুই ভাইয়ের পুনর্মিলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ওই ভাই থাকেন পাকিস্তানের ফয়সলাবাদে। তাঁর বড় ভাই শেলা। ভিডিওতে দেখা যাচ্ছে ভাইয়েরা একে অপরে জড়িয়ে কান্নাকাটি করছে। কীভাবে তাঁরা রুটি ভাগ করে খেতেন, সেই কথাও বলছেন তাঁরা।

সরকারকে ধন্যবাদ

দুই ভাই কার্তারপুর করিডর খোলার জন্য দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এই করিডর অনেক পরিবারকে কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে।

২০১৯-এ চালু হয়েছে এই করিডর

২০১৯ সালে এই কার্তারপুর করিডর চালু হয়েছে। দুই দেশের সীমান্ত থেকে ৫ কিমি দূর পর্যন্ত ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা পাওয়া যায় এই কার্তারপুর করিডরের যাতায়াতের ক্ষেত্রে।

ওমিক্রন সাধারণ ঠান্ডা লাগা নয়, হাল্কা ভাবে নিলেই মারাত্মক! মহামারী বিশেষজ্ঞের পাল্টা সতর্কবার্তা কেন্দ্রেরওমিক্রন সাধারণ ঠান্ডা লাগা নয়, হাল্কা ভাবে নিলেই মারাত্মক! মহামারী বিশেষজ্ঞের পাল্টা সতর্কবার্তা কেন্দ্রের

English summary
Brothers of Pujnab meets after Independence for the first time through Kartarpur Corridor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X