For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশের লক্ষ্মণরেখা ভাঙায় ৫ বছরের জন্য কারাগারে মাঝি ভ্রাতৃদ্বয়

মদ্যপান করায় বিহারের দুই ভাইকে পাঁচ বছর কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানা করল জেহানাবাদ অতিরিক্ত নগর দায়রা আদালত, বিহারে প্রথম এই ধরনের সাজা ঘোষণা ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মদ্যপানের কড়া মাসুলই গুনতে হল বিহারের দুই ভাইকে। শুধুমাত্র এক লক্ষ টাকা করে জরিমানাই নয়, পাঁচ বছর জেলও খাটতে হবে তাদের। বিহারে এই প্রথম এই ধরনের সাজা শোনাল আদালত। বিহারে মদ নিষিদ্ধ করার পর এই প্রথম সাজা ঘোষণা হল।[আরও পড়ুন:ভারতের এই রাজ্যে বিয়ার পেল 'হেলথ ড্রিঙ্ক' এর তকমা]

নীতীশের লক্ষ্মণরেখা ভাঙায় ৫ বছরের জন্য গরাদে মাঝি ভ্রাতৃদ্বয়

বিহারের উনটা থানা এলাকার দুই ভাই মস্তান মাঝি ও পেন্টার মাঝিকে গত ২৯শে মে গ্রেফতার করে শুল্ক দফতর। তাদের অপরাধ, তারা মদ্যপান করছিল। পেশায় দুজনেই দিনমজুর। বিহারে গত বছরেই মদ পুরোপুরিভাবে নিষিদ্ধ করেছে নীতীশ কুমার সরকার। কিন্তু তারপরেও লুকিয়ে চুরিয়ে মদ খেতে গিয়ে ধরা পড়ে দুই ভাই। কিন্তু তার দাম যে এভাবে চোকাতে হবে তা হয়ত স্বপ্নেও ভাবেনি মাঝি ভাইরা। শুল্ক দফতরের আধিকারিকরা তাদের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করে। মামলার দ্রুত শুনানির পর দুই ভাইকেই পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন জেহানাবাদের অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক । সেইসঙ্গে এক লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।[আরও পড়ুন:এবার আপনার শরীরের ট্যাটুই বলে দেবে আপনি কতটা 'মাতাল'!]

গত জুন মাসেই জেহানাবাদের একটি বেসরকারি স্কুল প্রাঙ্গণ থেকে প্রায় ১৯০০ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়। হরিয়ানায় তৈরি এই মদ কোন পথে বিহারে ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকাও। মদ্যপানের অভিযোগে এখনও পর্যন্ত বিহারের জেলে বিচারাধীন বন্দির সংখ্য়া পনেরো হাজারেরও বেশি।

English summary
Two brothers in Bihar sentenced to 5 year jail term for consuming liquor. The first ever conviction in liquor case in Bihar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X