For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গায়ে হলুদ সেরেই ভোটের বুথের লাইনে ভাই-বোন, ভোট দিয়ে তবেই যাবেন বিয়ের আসরে

আজই ছিল ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ভোট গ্রহন। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন ছিল ভোটারদের। লোহারডাগ্গা বিধানসভা কেন্দ্রের ২৫৯ নম্বর বেথে দেখা গেল অন্যছবি

Google Oneindia Bengali News

আজই ছিল ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ভোট গ্রহন। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন ছিল ভোটারদের। লোহারডাগ্গা বিধানসভা কেন্দ্রের ২৫৯ নম্বর বেথে দেখা গেল অন্যছবি। ভোট দেবেন বলে গায়ে হলুদ সেরেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন ভাই-বোন। শনিবারে দাদার বিয়ে আর বোনের বিয়ে রবিবারে। একই দিনে ভাইবোনের গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন পরিবারের লোকেরা। কিন্তু ভোট তাঁদের দিতেই হবে। তাই গায়ে হলুদ সেরেই ভোটের লাইনে হাজির হয়েছিলেন তাঁরা।

গায়ে হলুদ সেরেই ভোটের বুথের লাইনে ভাই-বোন

রাজন রাম জানিয়েছেন, পাঁচ বছরে একবার ভোট দেওয়ার সুযোগ আসে। সেটা কোনও মূল্যেই হাত ছাড়া করতে চান না। েসকারণেই বিয়ের অর্ধেক অনুষ্ঠান সেরে ভোটের লাইনে দাঁড়ান। ভোট দিয়ে বিকেলে বিয়ে করতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

প্রথম দফায় ঝাড়খণ্ডে ৫২ শতাংশ ভোট পড়েছে। ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে হয়েছে ভোট। সকাল সাতটা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলেছে ভোট গ্রহন পর্ব।

English summary
Brothers and sisters at the voting booths after weding ritual
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X