For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও একশো বছর ভারত শাসন করা উচিত ছিল ইংরেজদের, নতুন মন্তব্যে বিতর্কে বসপা নেতা

রাজস্থানের বহুজন সমাজ পার্টির প্রদেশ সভাপতি ধরমবীর সিংয়ের মতে, আরও একশো বছর দেশ শাসন করা উচিত ছিল ইংরেজদের।

  • |
Google Oneindia Bengali News

১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীনতা পেয়েছিল। স্বাধীন ভারতের পথ চলা শুরু হয়েছিল বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে। তবে রাজস্থানের বহুজন সমাজ পার্টির নেতা তথা প্রদেশ সভাপতি ধরমবীর সিংয়ের মতে, আরও একশো বছর দেশ শাসন করা উচিত ছিল ইংরেজদের।

আরও একশো বছর ভারত শাসন করা উচিত ছিল ইংরেজদের, নতুন মন্তব্যে বিতর্কে বসপা নেতা

তাঁর মতে, ব্রিটিশরা আরও এক শতাব্দী দেশ শাসন করলে তপশিলি জাতি, উপজাতি ও অন্য পিছিয়ে পড়া শ্রেণির উন্নতি সম্ভব ছিল। তাহলে এই শ্রেণির মানুষরা এতটা পিছিয়ে থাকতেন না বলে দাবি করেছেন এই বিএসপি নেতা।

বিএসপি নেতার দাবি, ব্রিটিশরা শাসনে ছিল বলেই বিআর আম্বেদকরের মতো মানুষ পড়াশোনার সুযোগ পেয়েছিলেন। ইংরেজরা না থাকলে আম্বেদকর সেই সুযোগ পেতেন না। তাঁরা না থাকলে কোনও স্কুল আম্বেদকরে ভর্তি নিত না।

[আরও পড়ুন:খাদ্যদ্রব্যের দাম নিয়ে মোদী সরকার আদৌ কি স্বস্তিতে ! কোন পথে এগোচ্ছে বিজেপি সরকার][আরও পড়ুন:খাদ্যদ্রব্যের দাম নিয়ে মোদী সরকার আদৌ কি স্বস্তিতে ! কোন পথে এগোচ্ছে বিজেপি সরকার]

রাজস্থান ও অন্য রাজ্যগুলিতে দলিত ও পিছিয়ে পড়া মানুষদের ভোট যাতে তাঁদেক ঝুলিতে পড়ে তা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে বিএসপি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এমনকী রাজস্থানেও দলিত ভোটার অনেক রয়েছেন। এই অবস্থায় সিংহভাগ পিছিয়ে পড়া শ্রেণির ভোট বসপা-র ঝুলিতে গেলে কেমন ফল হয় সেটাই দেখার।

[আরও পড়ুন: নির্বাচনের আগেই ছন্নছাড়া মোদী বিরোধী জোট! এবার মমতার 'না'-তে অ্যাডভান্টেজে বিজেপি][আরও পড়ুন: নির্বাচনের আগেই ছন্নছাড়া মোদী বিরোধী জোট! এবার মমতার 'না'-তে অ্যাডভান্টেজে বিজেপি]

বিশেষ করে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বিএসপি কিছু অঞ্চলে বেশ শক্তিশালী। এছাড়া ত্রিমুখী লড়াই হলে বিএসপি অনেক ভোট পেলে তা কংগ্রেসের ক্ষতি করে না বিজেপির, সেটা বেশ লক্ষ্যণীয় বিষয় হতে চলেছে।

[অরও পড়ুন: গুগলেও #MeToo! যৌন হেনস্থার অভিযোগে ৪৮জন কর্মী ছেঁটেছে সংস্থা ][অরও পড়ুন: গুগলেও #MeToo! যৌন হেনস্থার অভিযোগে ৪৮জন কর্মী ছেঁটেছে সংস্থা ]

English summary
Britishers should have ruled India for 100 more years, remark BSP leader Dharamveer Singh in Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X