For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে গিয়ে জেসিবি চড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

গুজরাতে গিয়ে জেসিবি চড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লির বিশেষ কিছু ঘটনায় সারা দেশে এমনিতেই চর্চার বিষয় হয়ে রয়েছে জেসিবি ও বুলডোজার৷ এবার ভারত সফরে এসে গুজরাতে জেসিবি চড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গুজরাতের পঞ্চমহলের হালোল জিআইডিসি-তে জেসিবি কারখানা পরিদর্শনের সময় একটি জেসিবি থেকে নামতে দেখা যায় বরিসকে৷ সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ফেসবুক টুইটারে অনেকে আবার মজা করে লিখছেন, সম্প্রতি ভারতে জেসিবির ব্যবহার বেড়ে যাওয়াতে গুজরাতে জেসিবি কোম্পানি খুলতে চলেছেন বরিস!

গুজরাতে গিয়ে জেসিবি চড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বৃহস্পতিবার গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গুজরারটের পঞ্চমহলের হালোল জিআইডিসি-তে জেসিবি কারখানা পরিদর্শন করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী নতুন কারখানায় একটি জেসিবিতে চড়েন এবং সেখান থেকেই মিডিয়াকে উদ্দেশ্য করে হাত নাড়ান। বৃহস্পতিবার সকালে ভারত সফরে এসে দেশের ব্যবসায়িক টাইকুন গৌতম আদানির সঙ্গেও দেখা করেন বরিস। পরে একটি টুইটে গৌতম লেখেন, 'আদানি সদর দপ্তরে গুজরাত সফরকারী প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আতিথ্য করতে পেরে আমরা সম্মানিত৷ পুনর্নবীকরণযোগ্য শক্তিগুলি উপর ফোকাস করে জলবায়ু উন্নয়নে স্থিতিশীল এজেন্ডাকে সমর্থন করতে পেরে আনন্দিত। গ্রীন এইচ-টু ও নতুন শক্তি এছাড়াও প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তি তৈরি করতে ব্রিটিশ কোম্পানিগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে৷' টুইটে 'আত্মনির্ভরভারত' হ্যাসট্যাগও ব্যবহার করেছেন গৌতম৷

চাকা ঘোরে, মোদীর দেশে গান্ধীর চরকায় সুতো কাটলেন ইংরেজ প্রধানমন্ত্রী চাকা ঘোরে, মোদীর দেশে গান্ধীর চরকায় সুতো কাটলেন ইংরেজ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন তাঁর এই ভারত সফরে, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করা, ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা বাণিজ্যের বাধা কমানো এবং অভিবাসী ভারতীদের জন্য ইংল্যান্ডে চাকরির সুযোগ বৃদ্ধি একাধিক বিষয়ের উপর জোর দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন৷ ভারতে অবতরণের পরপরই, জনসন বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে আসা দুর্দান্ত। আমাদের মহান জাতিগুলি একসঙ্গে যা অর্জন করতে পারে তার বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমাদের সম্মিলিত অংশীদারিত্ব কাজ, বৃদ্ধি এবং নতুন সুযোগ প্রদান করছে। আমি আগামী দিনে এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে উন্মুখ।'

English summary
British Prime Minister Boris Johnson boarded the JCB in Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X