For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপুল ভোট পড়ল ত্রিপুরা, অসম গোয়ায়

Google Oneindia Bengali News

বিপুল ভোট পড়ল ত্রিপুরা, অসম গোয়ায়
আগরতলা, গুয়াহাটি, গ্যাংটক, পানাজি, ১২ এপ্রিল : বিপুল সংখ্য মানুষ শান্তিপূর্ণ ভোট দিল ত্রিপুরা, অসম, সিকিম ও গোয়ায়।

ত্রিপুরা
রঙিন ঐতিহ্যশালী পোশাকে সকাল থেকেই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে মতদানের জন্য লাইন দিতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দুপুর ৩ টে পর্যন্ত ত্রিপুরায় ৫৬.৩৫ শতাংশ রেকর্ড ভোট পড়েছে। পুরুষ মহিলা নির্বিশেষে এদিন জনগণের মধ্যে ভোট দেওয়ার উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। এই কেন্দ্র থেকে মোট ১২ টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

১৯৫২-২০০৯ সালের মধ্যে গত ১৫ বারের মধ্যে ১১ বারই এই কেন্দ্র থেকে সিপিএম জয়ী হয়েছে। ১৯৯৬ সাল থেকে এই আসন থেকে টানা জয়ী হয়েছে সিপিএম। এই কেন্দ্রে কোনও উত্তেজনার খবর মেলেনি।

অসম
আজ অসমের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। যার মধ্যে করিমগঞ্জে রেকর্ড ৪০ শতাংশ ভোট পড়েছে। শিলচড়ে পড়েছে ৩৫ শতাংশ ভোট। কারবি অ্যানাগলঙ্গ এবং ডিমা হাসাও জেলায় ৩৬ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন অফিসের তরফে জানানো হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত অসমে গড় ভোট পড়েছে ৫৪ শতাংশ।

করিমগঞ্জ ও কারবি অ্যানাগলঙ্গ এবং ডিমা হাসাও জেলায় ইভিএম মেশিনে কিছু সমস্যার খবর পাওয়া গেলেও পরে মেশিন পাল্টে দিলে সমস্যার সমাধান হয়। এই এলাকায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

অসমের দ্বিতীয় দফার নির্বাচনে ৩৭ টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত ৭ এপ্রিল পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোট সম্পন্ন হয় অসমে। তৃতীয় তথা শেষ দফার ভোট আগামী ২৪ এপ্রিল হবে।

সিকিম
এই একক লোকসভা কেন্দ্র দুপুর ৩ টো পর্যন্ত ৫১.৯৫ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে ৩২ টি বিধানসভা আসনেও প্রথম ৪ ঘন্টায় ভোট গ্রহণ হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। এলাকায় কোনও রকম উত্তেজনা বা সংঘাতের খবর মেলেনি বলে নির্বাচন অপিসের তরফে জানানো হয়েছে।

যদিও কিছু কিছু ভোট কেন্দ্র ইভিএম মেশিনে সমস্যার খবর পাওয়া গিয়েছে। এই কেন্দ্রেও মানুষের ভোট দেওয়ার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই রাজ্যে ৩,৬২,৩২৬ জন ভোটার রয়েছেন। যাদের মধ্যে ৪৮.৪৫ শতাংশই মহিলা ভোটার। মোট ৬টি রাজনৈতিক দলের প্রার্থী এই কেন্দ্র থেকে লড়ছেন।

গোয়া
বকেল ৫ টা পর্যন্ত ৭৪.৬৫ শতাংশ ভোট পড়েছে বলে খবর। যদিও গরমের জন্য ভোটকেন্দ্র গুলিতে খুব একটা ভিড় চোখে পড়েনি। সকালের দিকে মানুষের উৎসাহ চোখে পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলিতে বিড় ক্রমশ কমতে থাকে গরমের জন্য।

নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ১১ টা পর্যন্ত উত্তর গোয়ায় ৩৬.৪২ শতাংশ ভোট পড়েছে। দক্ষিণ গোয়ায় ৩৪.১১ শতাংশ ভোট পড়েছে। পানাজিতে আজ মুখ্যমন্ত্রী মনোহর পরিকর ভোট দিয়েছেন। এই রাজ্যে মোট ভোটারের সংখ্যা ১০,৬০,৭৭৭ জন।

English summary
Brisk polling underway in Tripura, Assam and Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X