For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেঁয়াজ-রসুনের মালা দিয়ে মালাবদল বর-কনের, অভিনব বিয়ে উত্তপ্রদেশের নবদম্পতির

গোটা দেশে অগ্নিমূল্য পেঁয়াজ। সোনার পরেই এখন দামি হয়ে উঠেছে পেঁয়াজ। সেকারণেই বোধ হয় উত্তর প্রদেশের নবদম্পতি অভিনব উদ্যোগ নিয়েছেন।

Google Oneindia Bengali News

গোটা দেশে অগ্নিমূল্য পেঁয়াজ। সোনার পরেই এখন দামি হয়ে উঠেছে পেঁয়াজ। সেকারণেই বোধ হয় উত্তর প্রদেশের নবদম্পতি অভিনব উদ্যোগ নিয়েছেন। েপঁয়াজ-রসুনের মালা দিয়েই মালা বদল সেরেছেন তাঁরা। দেশের দুরবস্থার কথা বোঝাতেই উত্তর প্রদেশের নবদম্পতির এই উদ্যোগ।

পেঁয়াজ-রসুনের মালা দিয়ে মালাবদল বর-কনের, অভিনব বিয়ে উত্তপ্রদেশের নবদম্পতির

শুধু পেঁয়াজের মালা দিয়ে মালাবদল করেই চমক দেননি তাঁরা। অনুষ্ঠানে আগত অমন্ত্রিতরাও তাঁদের একঝুড়ি করে পেঁয়াজ উপহার দিয়েছেন। নতুন গৃহস্থের কল্যাণে এর থেকে দামি উপহার হয় না বলেই জানিয়েছেন আমন্ত্রিতরা।
উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি নেতা কমল পাটেল জানিয়েছেন, গত কয়েকমাসে পেঁয়াজের দাম যে হারে বেড়েছে তাতে সোনার চেয়ে কিছু অংশে কম দামি হয়নি সেগুলি। ১২০ টাকা কেজি দরে বিকোচ্ছে পেঁয়াজ। মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে।

আরেক সমাজবাদী পার্টি নেতা সত্য প্রকাশ জানিেয়ছেন মোদীর নিজের কেন্দ্র বারাণসীতেও পেঁযাজের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। উত্তর প্রদেশের এই দম্পত্তি পেঁয়াজ-রসুনের মালা বদল করে বোঝাতে চেয়েছেন সংসার যাপনের কঠিন পরিস্থিতির কথা। এতেও মোদী সরকারের হুঁশ ফিরবে বলে মনে হয় না। এমনই অভিযোগ করেছেন সপা নেতা।

English summary
Bride-groom exchange onion-garlic garland on their marriage in UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X