For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের ২০ লক্ষ কোটির ইকনোমিক বুস্টার, এক নজরে কোন খাতে কত টাকা

মোদী সরকারের ২০ লক্ষ কোটির ইকনোমিক বুস্টার, এক নজরে কোন খাতে কত টাকা

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটির ইকনোমিক স্টিমুলাস প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন মঙ্গলবার। এরপর থেকে প্রতিদিন আলাদা আলাদা করে কোন খাতে কত কোটির বরাদ্দ তা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার সকালে তিনি তাঁর সর্বশেষ ঘোষণা করেছেন। এই পাঁচদিনে অর্থমন্ত্রী ১১,০২,৬৫০ কোটি টাকা মূল্যের প্যাকেজ ঘোষণা করেছেন। আর এর আগে আরবিআই-এর তরফ থেকে ৯,৯৪,৪০৩ কোটি টাকার প্যাকেজের কথা ঘোষণা করেছিল।

ফেজ ১

ফেজ ১

জরুরি খাতে এমএসএমইগুলিকে ৩ লক্ষ কোটি টাকা, সাবঅর্ডিনেট ডেবট ফর স্ট্রেসড এমএসএমই খাতে ২০ হাজার কোটি, ফান্ড অফ ফান্ড ফর এমএসএমই খাতে ৫০ হাজার কোটি, ইপিএফ খাতে ২৮০০ কোটি, রিডাকশন ইন ইপিএফ খাতে ৬৭৫০ কোটি টাকা, স্পেশাল লিকুইডিটি স্কিম ফর এনবিএফসি, এইটএফসি এমএফআই-কে ৩০ হাজার কোটি, এনবিএফসি এবং মিউচুয়াল ফান্ডের পার্শিয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিমে ৪৫০০০ কোটি, ডিসকমস-এর ৯০ হাজার কোটি, টিডিএস, টিসিএস রিডাকশনের জন্য ৫০ হাজার কোটি। সব মিলিয়ে ৫,৯৪,৫৫০ কোটি টাকা।

ফেজ টু

ফেজ টু

পরিযায়ী শ্রমিকদের জন্য ২ মাসের খাদ্যশস্য খাতে ৩৫০০ কোটি, মুদ্রা শিশু লোনে ১৫০০ কোটি, স্ট্রিট ভেন্ডরদের জন্য ৫০০০ কোটি, হাউজিং ক্লাস(এমআইজি) ৭০ হাজার কোটি, নাবার্ডের মাধ্যমে অতিরিক্ত অর্ঠথ খরচের জন্য ৩০ হাজার কোটি, কেসিসির মাধ্যমে অতিরিক্ত লোন ২ লক্ষ কোটি টাকা। সব মিলিয়ে ৩ লক্ষ ১০ হাজার কোটি টাকা।

ফেজ থ্রি

ফেজ থ্রি

ফুড মাইক্রো এন্টারপ্রাইসেস খাতে ১০ হাজার কোটি, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা খাতে ২০ হাজার কোটি, অপারেশন গ্রিন-এ ৫০০ কোটি, এগ্রি ইনফ্রাস্ট্রাকচাল ফান্ডে ১ লক্ষ কোটি, অ্যানিমাল হাসবেন্ড্রি ইনফ্রাস্ট্রাকটার ডেভেলপমেন্ট ফান্ড খাতে ১৫ হাজার কোটি, হার্বাল কাল্টিভেশন খাতে ৪ হাজার কোটি এবং বি কিপিং ইনিশিয়েটিভ-এ ৫০০ কোটি। সব মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা।

ফেজ ৪, ৫

ফেজ ৪, ৫

ভায়েবেলিটি গ্যাপ ফান্ডিং-এ বরাদ্দ করা হয়েছে ৮১০০ কোটি টাকা। এমজিএনআরইজিএস প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ৪৮, ১০০ কোটি টাকা।

'কোম্পানি অ্যাক্ট' নিয়ে অর্থমন্ত্রকের বড় সিদ্ধান্ত, কী জানালেন নির্মলা 'কোম্পানি অ্যাক্ট' নিয়ে অর্থমন্ত্রকের বড় সিদ্ধান্ত, কী জানালেন নির্মলা

English summary
Breakup of PM Modi's Atma Nirbhar Bharat 20 lakh crore economic package in Bengali. Some days back Modi announced Rs 20 lakh crore economic booster. Finance minister step by step announce this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X