For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারবার ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছেন? কেন্দ্রীয় মোটর ভেহিক্যালের নতুন নিয়ম তবে জেনে নিন‌

কেন্দ্রীয় মোটর ভেহিক্যালের নতুন নিয়ম

Google Oneindia Bengali News

দেশের ট্রাফিক ব্যবস্থা এবার আরও কঠোরতর হতে চলেছে। রাস্তায় যাঁরা ব্যক্তিগত গাড়ি বা গণ পরিবহন নিয়ে বের হন অনেকসময়ই তাঁরা ট্রাফিক নিয়ম যথাযথভাবে পালন করেন না। পুলিশের হাতে ধরা পড়লে জরিমানা দিলেও আবার একই রকমের আচরণ শুরু হয়ে যায়। ফলে বারংবার ট্রাফিক আইন লঙ্ঘন হয়। তবে সংশোধিত কেন্দ্রীয় মোটর ভেহিক্যাল নিয়মানুসারে, রাজ্যের পরিবহন বিভাগ তাদের পোর্টালে অনবরত ট্রাফিক বিধি ভঙ্গকারীদের নামের তালিকা প্রকাশ করবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, তীব্র গতিতে গাড়ি চালানো, এর গাড়ির সঙ্গে অন্য গাড়ির রেশারেশি, বিপদজ্জনকভাবে গাড়ি চালানো এবং হেলমেট না পরে বাইক বা স্কুটার চালানো সহ বেশ কিছু ট্রাফিক নিয়ম ভঙ্গ হলে এই পদক্ষেপ করবে পরিবহন বিভাগ।

নিয়ম ভঙ্গকারীর নাম প্রকাশ পোর্টালে

নিয়ম ভঙ্গকারীর নাম প্রকাশ পোর্টালে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট মারফত জানা গিয়েছে,'‌নাম ও লজ্জা'‌ এই বিধানের আওতায় ক্রমাগত ট্রাফিক বিধি ভঙ্গকারীদের, যাঁরা তাঁদের জীবন ঝুঁকিতে ফেলেছেন তাঁদের নাম প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে অন্যান্য চালকদের দায়িত্ব সহকারে গাড়ি চালানোর প্রচার করা হবে। তবে লঙ্ঘনকারীর ড্রাইভিং লাইসেন্স যদি বাতিল হয়ে যায় এবং একমাসের মধ্যে যদি আবেদনকারী তা আবেদন করার পরও কর্তৃপক্ষ তাঁর আবেদন বাতিল করে সেক্ষেত্রে এই ধরনের গাড়ির মালিকের নাম প্রকাশ্যে নিয়ে আসা হবে।

 ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার

ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার

পরিবহন বিভাগ তাদের পোর্টালে '‌আইনের ধারা ১৯ এর উপধারা (১ এ) এর অধীনে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার'‌ নামে একটি পৃথক বিভাগ তৈরি করবে, যা সাধারণের উপলব্ধির জন্য মেশিন-পঠনযোগ্য, ইলেক্ট্রনিক, মুদ্রণযোগ্য এবং শেয়ারযোগ্য পিডিএফ ফর্মে থাকবে, যা সহজেই পেতে পারে সাধারণ জনগণ। নিয়মগুলির মধ্যে নতুন পরিবর্তন আসায় মানুষ আরও সহজে অনলাইনেপরিবহন সম্পর্কিত পরিষেবাগুলি জানতে পারবে। আবেদনপত্র পূরণ এবং নতুনদের জন্য লার্নার লাইসেন্স থেকে শুরু করে মেডিক্যাল শংসাপত্র জমা দেওয়া এবং ড্রাইভিং লাইসেন্স জমা ও পুর্ননবীকরণ সবই একটি পোর্টালের মাধ্যমেই করা যাবে।

নুন্যতম শিক্ষাগত ‌যোগ্যতা সরানো হয়েছে

নুন্যতম শিক্ষাগত ‌যোগ্যতা সরানো হয়েছে

রিপোর্টে এও বলা হয়েছে যে সরকার বাণিজ্যিক পরিবহনের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা উঠিয়ে নিয়েছে এবং এর বদলে নুন্যতম প্রশিক্ষণ ও ভাষা বোঝার বিষয়টিকে বাধ্যতামূলক প্রয়োজন হিসাবে ঢোকানো হয়েছে।

 আরটিওতে যান ছাড়াই নিবন্ধন হবে

আরটিওতে যান ছাড়াই নিবন্ধন হবে

সংশোধিত বিধিগুলি আদেশ দেয় যে পুরোপুরি নির্মিত যানবাহনের ক্ষেত্রে গাড়ির নিবন্ধন ডিলারদের পয়েন্টে থাকবে। এর অর্থ আরটিওগুলিতে নিবন্ধনের জন্য যানবাহন নিয়ে যাওয়ার কোনও দরকার পড়বে না।

৪ এপ্রিল দেশের দৈনিক করোনা গ্রাফ ১ লাখের সামান্য নিচে, আতঙ্ক অব্য়াহত৪ এপ্রিল দেশের দৈনিক করোনা গ্রাফ ১ লাখের সামান্য নিচে, আতঙ্ক অব্য়াহত

English summary
If you break the traffic rules multiple times, the name of the violator will be published on the Govt website
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X