For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০০ কিমি দূরের শত্রুকেও মুহূর্তে ধ্বংস করবে BrahMos! এই মিসাইলকে কেন এত ভয় চিন-পাকিস্তানের?

ভারত-চিন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। বাড়ছে সীমান্তের পাকিস্তানের দাদাগিরি। আর সেখানে দাঁড়িয়ে BrahMos-এর সফল পরীক্ষা করল ভারত। অত্যাধুনিক supersonic cruise missile এটি। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ INS Vishakh

  • |
Google Oneindia Bengali News

ভারত-চিন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। বাড়ছে সীমান্তের পাকিস্তানের দাদাগিরি। আর সেখানে দাঁড়িয়ে BrahMos-এর সফল পরীক্ষা করল ভারত। অত্যাধুনিক supersonic cruise missile এটি। ভারতীয় নৌসেনার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ INS Vishakhapatnam-থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয়েছে।

একেবারে সর্বোচ্চ সীমায় গিয়ে একেবারে sea টু sea ভ্যারিয়েন্টের এই মিসাইলের পরীক্ষা করা হয়। আর তা সফল ভাবে টার্গেট আঘাত করতে সক্ষম হয়েছে বলে জানা যাচ্ছে। এই মিসাইলের সফল পরীক্ষা নিঃসন্দেহে ভারতীয় (Indian Navy) অস্ত্র ভান্ডারের শক্তি বাড়াবে।

গত কয়েকদিন আগে BrahMos-এর সফল পরীক্ষা করা হয়

গত কয়েকদিন আগে BrahMos-এর সফল পরীক্ষা করা হয়

গত কয়েকদিন আগে BrahMos-এর সফল পরীক্ষা করা হয়। ওডিশা উপকূলের চাঁদিপুর থেকে সুপারসনিক ক্রজ মিসাইল ব্রহ্মোস মিসাইলের পরীক্ষা করা হয়। আকাশ থেকে ভূমিতে আঘাত করতে পারে সেই ভ্যারিয়েন্টের পরীক্ষা করা হয়। আর সেই মিসাইলও সফল হয় বলে ডিআরডিও'র (DRDO) তরফে জানানো হয়। আকাশ থেকে আঘাত করতে পারে এই মিসাইলটি সুপারসনিক যুদ্ধবিমান সুখোই ৩০ এমকে আই থেকে পরীক্ষা করা হয়। এবার আরও একধাপ এগিয়ে sea টু sea BrahMos-এর সফল পরীক্ষা করল ভারত।

BrahMos কেন এতটা শক্তিশালী

BrahMos কেন এতটা শক্তিশালী

গত কয়েক বছর ধরে এই মিসাইলটিকে আরও অত্যাধুনিক বানানো হয়েছে। শত্রুপক্ষের রেডার ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত করতে সক্ষম এই মিসাইল। তবে রাশিয়ার সঙ্গে জোট বেঁধে এই মিসাইল তৈরি করা হয়েছে। এতে Brah -এর মানে হচ্ছে ব্রহ্মপুত্র এবং Mos-এর মানে হচ্ছে 'Moskva'। যা রাশিয়ার একটি নদীর নাম। এই মিসাইল সাম্প্রতিক সময়ের সবথেকে অত্যাধুনিক মিসাইলগুলির মধ্যে একটি। যা একটি supersonic cruise missile হিসাবে দেখা হয়। প্রতি ঘন্টায় 4300 KM ছুটতে পারে এই মিসাইল। এই মিসাইল ৪০০ কিলোমিটার দূরে থাকা শত্রুকে ধ্বংস করে দিয়ে আসতে পারবে।

লখনউতে ব্রহ্মোস মিসাইল ইউনিটের উদ্বোধন হয়েছে

লখনউতে ব্রহ্মোস মিসাইল ইউনিটের উদ্বোধন হয়েছে

ভারতের গর্বের মিসাইল ব্রহ্মোস। বাণিজ্যিক ভাবে এই মিসাইলটিকে বিক্রি করতে চাইছে। আর তা কিনতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি দেশ। সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানি লখনউতে ব্রহ্মোস মিসাইল তৈরির একটি ইউনিট তৈরি করা হচ্ছে। সেখানে খুব শিঘ্ই এই মিসাইল তৈরি করা হবে। এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এই মিসাইল ব্যাপকমাত্রায় উৎপাদন করা হচ্ছে তা ঠিক। কিন্তু তা কোনও দেশের উপর আক্রমন করার জন্যে নয়। কিন্তু ভার‍তের হাতে এমন এক শক্তি থাকুন যার ভয়ে ভারতের দিকে কেউ চখ তুলে তাকাতে ভয় পাবেই।

English summary
BrahMos missile can destroy target 400 km away, China Pakistan afraid of it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X